নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা:-মুশিদাবাদ জেলার কান্দী এলাকার প্রায় চারশোজন তৃনমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন । বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে প্রায় ৩৫০জন তৃনমূল কর্মী তৃনমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। এদিন তাদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন অধীর রঞ্জন চৌধুরী।
মুর্শিদাবাদের বড়ঞা থেকে প্রায় ২৫০জন তৃনমূল কর্মী ও কান্দীর মহালন্দী থেকে ১০০জন আদিবাসী সম্প্রদায়ের লোকেরা তৃনমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন।অদিবাসী সম্প্রদায়ের লোকেরা জানায় যে তাদের জব কার্ড দেওয়ার জন্য তৃনমূলের পক্ষ থেকে টাকা নেওয়া হয় এবং আবাস যোজনায় ঘর দেওয়ার জন্য নেওয়া হয় ২০হাজার টাকা।
এছাড়াও তাদের পানীয় জলের ব্যবস্থা করা হয়নি। ডিপটিউবয়েলের জল তাদেরকে পান করতে হয়। পঞ্চায়েতকে বললে তারা গুরুত্ব দেন না।তাই তারা তৃনমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন।
মুর্শিদাবাদের মানুষ এবার গন অভ্যুত্থান করবে। তারা তাদের হারানো অধিকার ফিরিয়ে আনবেই।২৯ তারিখ আসা পর্যন্ত তৃনমূলের ভোট লুঠ করার মতো লোক থাকবে না। কারণ ডিসেম্বর মাস থেকে হাজারে হাজারে মানুষ তৃনমূল থেকে কংগ্রেসে যোগদান করছে।
ফলে তৃনমূলের দেহ থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। তৃনমূল এখন অ্যানিমিক পেশেন্ট হয়ে গেছে।তারা রক্ত হীনতায় বা রক্তপ্লতায় ভুগছে। তাই ২৯ তারিখের পর,তোদের কোথায় পাঠাবো তোরা ভেবে নিয়ে যা করার কর এমনই উক্তি করেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।
গোটা মুর্শিদাবাদ জেলাজুড়ে ভোটের রাজনীতি এখন সরগরম।