বাংলা রিপোর্টার্স গিল্ডের উদ্যোগে বিনামূল্যে পাঠ্য-পুস্তক বিতরণ নেতাজিনগর বিদ্যামন্দির স্কুলে
পরিমল কর্মকার (কলকাতা) : এবার বাংলা রিপোর্টার্স গিল্ডের উদ্যোগে বুধবার (৩০ জুন) বহু টাকার পাঠ্য-পুস্তক বিনামূল্যে বিতরণ করা হয় টালিগঞ্জ এলাকায় নেতাজি নগর বিদ্যামন্দির স্কুলে। উল্লেখ্য, এর আগেও গত ১৫ মে বেহালা কিশোর ভারতী স্কুলে প্রায় ৩০ হাজার টাকার পাঠ্য-পুস্তক বিনামূল্যে বিতরণ করেছিল বাংলা রিপোর্টার্স গিল্ড।
অনুষ্ঠানে বাংলা রিপোর্টার্স গিল্ডের সভাপতি ডঃ অরুণ কুমার বলেন, বাংলা রিপোর্টার্স গিল্ডের উদ্যোগে এবং রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি-র সহযোগিতায় বিনামূল্যে এই পুস্তক বিতরণ কর্মসূচী চলছে। ইতিপূর্বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বেশ কিছু বাংলা মিডিয়াম স্কুলের লাইব্রেরীর জন্য বই বিতরণ করা হয়েছে। এছাড়াও বহু দুঃস্থ ছাত্র-ছাত্রীকে বই দিয়ে সহযোগিতা করেছে তাদের সংগঠন।
তিনি আরও বলেন, বিভিন্ন জনমুখী কাজে শুধু এই পাঠ্য-পুস্তক বিতরণই নয়, করোনা আবহে ও লকডাউন পরিস্থিতিতে বহু বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দফায় দফায় ত্রাণ বিতরণ কর্মসূচীও চালিয়ে যাচ্ছে বাংলা রিপোর্টার্স গিল্ড। এছাড়াও বিনাখরচে চিকিৎসা পরিষেবা ও ওষুধপত্র দেওয়া থেকে শুরু করে জামা-কাপড় বিতরণ, গুণীজন সম্মাননা ইত্যাদি নানা কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে রয়েছে তাদের সংগঠন।
বাংলা রিপোর্টার্স গিল্ডের সহ: সভাপতি রিমা শিকদার বলেন, তার দুই দাদাও এই স্কুল থেকেই পড়াশুনা করেছেন। তারা দুজনেই আজ সুপ্রতিষ্ঠিত। বক্তব্য প্রসঙ্গে তিনি এই স্কুলের বিগত দিনের গৌরবান্বিত অধ্যায়ের কিছু দিক তুলে ধরেন। বক্তব্য শেষে তিনি করোনা মুক্ত সমাজের জন্য প্রার্থনা করেন।
এই অনুষ্ঠানে বাংলা রিপোর্টার্স গিল্ড-এর পক্ষে ডঃ অরুণ কুমার, রিমা শিকদার ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বিশেষ শুভানুধ্যায়ী লিটন সাহা ও অন্যান্য গুণী মানুষেরা।