প্রচারের ফাঁকে বিজেপি প্রার্থী দুধকুমার মন্ডল পাথর চাপড়িতে চাদর চড়ালেন

Spread the love

নিজস্ব সংবাদদাতা,বীরভূম:বীরভূম কেন্দ্রের বিজেপির প্রার্থী দুধকুমার মন্ডল তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে জোর কদমে প্রচার চালাচ্ছেন ।পাথরচাপুড়ির দাতা বাবার মাজারে চাদর ও সিন্নি চড়িয়েছেন, প্রচারের ফাঁকে ।এই এলাকায় ও সংলগ্ন অঞ্চলে প্রচার কর্মসূচীতে অংশ নেন৷ দুবরাজপুর, হেতমপুর এলাকাতে প্রচার সারেন তিনি৷ বর্ণাঢ্য মিছিলে পা মেলাতে লক্ষ্য করা যায়৷ নেতা, কর্মী, সমর্থক ও উৎসাহী মানুষের ভিড়ও ছিল যথেষ্ট৷ বিরোধীদের টেক্কা দিতে তারাও যে নির্বাচনী প্রচারে কোনো খামতি রাখছেন না তা তাদের উৎসাহ ও তৎপরতা দেখে অনায়াসেই টের পাওয়া যাচ্ছে৷ তবে শেষ পর্যন্ত কি হয় কে যেতে এই কেন্দ্রে কতটা ভাল ফল করতে পারবে তা অবশ্য সময়ই বলবে৷ বীরভূম জেলার দাপুটে নেতা অনুব্রত মন্ডল,গোটা জেলার একছত্রাধিপতি এর সঙ্গে সমানে পাল্লা দিয়ে ছলেছে দুধ কুমার মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.