পূর্ব পুটিয়ারিতে ১১৪ নম্বর ওয়ার্ডে স্বাধীনতা দিবস পালিত
পরিমল কর্মকার (কলকাতা) : ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১১৪ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর তথা প্রাক্তন কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডলের নেতৃত্বে রবিবার পূর্ব পুটিয়ারীর এই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সাড়ম্ভরে পালিত হল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।
ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে বিশ্বজিৎ মণ্ডল ও তৃণমূল কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়েই এই দিনটাকে স্মরণ করা হয়। একইসঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বলে জানানো হয়েছে।