নিজস্ব সংবাদদাতা.কান্দী :- শিক্ষক দিবস উদযাপন ও বিজ্ঞান-সাহিত্যিক রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর জন্মমাস উপলক্ষে ঝড় নাট্যগোষ্ঠীর মুখপত্র “ঝড়ের খেয়ার” রামেন্দ্রসুন্দর স্মরণ সংখ্যার প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল 5 ই সেপ্টেম্বর সান্ধ্যকালীন একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সাহিত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিল্পী নিকেতন, মোল্লাপাড়া, কান্দিতে।
ঝড়ের খেয়া পত্রিকার দ্বিতীয় সংখ্যার শুভ উদ্বোধন করেন রামেন্দ্রসুন্দর পরিবারের কবি যুথিকা ত্রিবেদী। রামেন্দ্রসুন্দর স্মৃতিচারণায় অংশগ্রহণ করেছিলেন প্রখ্যাত ক্ষেত্র সমীক্ষক ও ইতিহাসের শিক্ষক কুনাল কান্তি সিংহ রায়। এছাড়াও রমেন্দ্র স্মৃতিচারণায় অংশগ্রহণ করেন ধ্রুব মুখার্জী। ঝড় নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য পঞ্চানন দাস, “ঝড়ের খেয়া” পত্রিকা সম্পাদক শংকর দাস শিক্ষক দিবসের তাৎপর্য বর্ণনার পাশপাশি পত্রিকার উদ্দেশ্য এবং রামেন্দ্রসুন্দর ত্রিবেদী অডিটোরিয়াম সংক্রান্ত বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত, সমবেত সংগীত, আবৃতি ও কবিতা পাঠ করেন বিশিষ্টজনেরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন “ঝড়ের খেয়া” পত্রিকার সম্পাদক শংকর দাস। উপস্থিত বিশিষ্ট কবিদের মধ্যে ছিলেন সাহিত্যিক শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়, বারান্দা পত্রিকার সম্পাদক কৌশিক বড়াল, অভায়া পত্রিকার সম্পাদিকা কেয়া মুখার্জি রায়, ডা: দিলিপ ভট্টাচার্য, লেখক ও কবি বিশ্বনাথ ভট্টাচার্য প্রমুখ।