নির্বাচন কমিশনের নজরে মুর্শিদাবাদ আসতে পারেন উপমূখ্য নির্বাচন কমিশনার

Spread the love

মুর্শিদাবাদ সফরে আসতে পারেন উপমূখ্য নির্বাচন কমিশনার

নিজস্ব সংবাদদাতা, অয়ন বাংলা,মুর্শিদাবাদ:-আসন্ন লোকসভা নিবার্চনে ,নির্বাচন কমিশনার সুষ্ঠ অবাধ নির্বাচন করতে বদ্ধপরিকর । তাই মুর্শিদাবাদে এসে পৌঁছেছেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।গতকাল পৌঁছেই তিনি জেলা নির্বাচন আধিকারিক ড.পি উলগানাথন এবং জেলা পুলিশ সুপার শ্রী মুকেশকে সঙ্গে নিয়ে আলাদা আলাদা ভাবে বৈঠক করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে।গত কালকের সেই বৈঠকে তৃণমূল ব্যতিরেকে প্রতিটি বিরোধী রাজনৈতিক দল জেলার প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবী করেন।বিরোধীদের সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে মুর্শিদাবাদ জেলায় বিশেষ নজর নির্বাচন কমিশনের।

সোমবারের পর মঙ্গলবার সকালে দুবে জেলার সাত নির্বাচন পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক করেন।পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে প্রশাসনিক কর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বিরোধীদের আশ্বস্ত করেন যে,”পঞ্চায়েত ভোট বলে ধরবেন না।এটি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দায়িত্বে ভোট হচ্ছে।” প্রসঙ্গত পঞ্চায়েত ভোটে উপর্যুপরি হিংসার ঘটনায় উদ্বিগ্ন কমিশন।জেলা প্রশাসনও তৎপর অবাধ শান্তিপূর্ণ নির্বাচন পরিচালন করার জন্য।

বিরোধীদের অভিযোগ যে,পঞ্চায়েত ভোটের সময়ে দায়িত্বে থাকা বিভিন্ন থানার আই সি এবং ওসিরাই এখনও পদে বহাল আছে।

সামগ্রিক পর্যালোচনার ভিত্তিতে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে দিল্লিতে রিপোর্ট পাঠাচ্ছেন তাতে বিরোধীদের আশঙ্কার কথাও উল্লেখ থাকছে বলে জানা গেছে।এই রিপোর্টে বিশেষ ভাবে উল্লেখ থাকছে নবগ্রাম,খড়গ্রাম এবং কান্দির নাম।এই রিপোর্টের ভিত্তিতেই জেলায় আসতে পারেন রাজ্যের দায়িত্বে থাকা উপমূখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। গোটা জেলায় ভোট নিয়ে উত্তেজনা এখন বিশেষ পর্যায়ে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.