অখিল ভারতীয় সেবাদল ও জনকল্যান সমিতির উদ্যোগে চৌরঙ্গীতে গান্ধীজির জন্মদিবস পালন
রিমা শিকদার (কলকাতা) : অখিল ভারতীয় সেবাদল ও জনকল্যান সমিতির উদ্যোগে শনিবার (২ অক্টোবর) মহত্মা গান্ধীজির ১৫২ তম জন্মদিবস পালন করা হয়। অখিল ভারতীয় সেবাদলের নিজস্ব কার্যালয় ৩৯-বি, চৌরঙ্গী রোডের ঠিকানাস্থিত প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান পালিত হয়।
এদিন গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং রাধুরিমা শিকদার ও ইন্দ্রানী সরকারের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির অহিংস আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে জাতির জনক মহাত্মা গান্ধীর উল্লেখযোগ্য ভূমিকার কথাও তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন। জনকল্যান সমিতির সম্পাদক জগদীশ সরকার মহাত্মা গান্ধী সম্পর্কে কিছু মূল্যবান বক্তব্য রাখেন।
অখিল ভারতীয় সেবাদলের চৌরঙ্গীর প্রেক্ষাগৃহে এদিন উপস্থিত ছিলেন স্বপন দাস, কেওসি সুনীল কুন্ডু, দীপঙ্কর ঘোষ, শ্রীকুমার সরকার, রাধুরিমা শিকদার, ইন্দ্রানী সরকার, জগদীশ সরকার প্রমুখ বিশিষ্ঠ মানুষেরা। এরপর সকলকে মিষ্টি বিতরনের মধ্য দিয়ে এদিন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।