ন্যাশনাল পাবলিক গ্রিভেন্স এ্যান্ড ইনভেস্টিকেশন কমিশনের রাজ্য চেয়ারম্যান নিযুক্ত হলেন বাংলা রিপোর্টার্স গিল্ডের প্রধান পৃষ্ঠপোষক বিপিনেশ কুমার পান্ডে
পরিমল কর্মকার (কলকাতা) : ২ অক্টোবর ন্যাশনাল পাবলিক গ্রিভেন্স এ্যান্ড ইনভেস্টিগেশন কমিশনের পশ্চিমবঙ্গের চেয়ারম্যান নিযুক্ত হলেন বাংলা রিপোর্টার্স গিল্ডের প্রধান পৃষ্ঠপোষক বিপিনেশ কুমার পান্ডে। তিনি দীর্ঘদিন ধরে জনকল্যানমুখী নানা কাজের সঙ্গে এবং শিক্ষা জগতের সঙ্গেও যুক্ত রয়েছেন। এই সংস্থাটি কেন্দ্রীয় সরকার অনুমোদিত নীতি-আয়োগ দপ্তরের অধীনস্থ সংস্থা। এই অফিসটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছেই লোকায়ত ভবনে অবস্থিত।
এব্যাপারে বিপিনেশ কুমার পান্ডে জানান, এই সংস্থার সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত রয়েছেন তিনি। তাকে এই রাজ্যের চেয়ারম্যান করায় তার দায়িত্ব এখন আরও অনেক বেড়ে গেলো। এই সংস্থার ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “কারোর বিরুদ্ধে কোনো ভুয়া অভিযোগ কিংবা কোনও মামলায় ফেঁসে গেলে তাকে সঠিক ভাবে বিচার পাইয়ে সুরক্ষা দেওয়ার পরামর্শ ও গাইড করাই এই সংস্থার মূল ভূমিকা…।” জানা গিয়েছে, ন্যাশনাল পাবলিক গ্রিভেন্স এ্যান্ড ইনভেস্টিগেশন কমিশনের পশ্চিমবঙ্গের অফিসটি কলকাতায় আলিপুরে। ঠিকানা : ১৭ ডি. এল.খান রোড, কলকাতা- ৭০০০২৭. ফোন নম্বর : ৯৩৩৯৮৬০৬৮২
প্রসঙ্গত : বিচার প্রক্রিয়ার মধ্যে বিপদাপন্ন ও নানা সমস্যা কবলিত ব্যাক্তিরা প্রয়োজনে উপরোক্ত ফোন নম্বরে অথবা ওই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ বিনাখরচে পরামর্শ দিয়ে বিপদগ্রস্ত মানুষকে আইনি পরিষেবা দেওয়াই এই সংস্থার মূল লক্ষ্য বলে জানালেন সংস্থার চেয়ারম্যান (রাজ্য) বিপিনেশ কুমার পান্ডে।