আরো একবার মুর্শিদাবাদ আজমল ফাউন্ডেশন মুফতি নাজমুল হক সাহেবের নেতৃত্বে অসহায়দের পাশে দাঁড়ালেন
আব্দুল খাবির ,অয়ন বাংলা,মুর্শিদাবাদ:-
আজমল ফাউন্ডেশনরে পক্ষ থেকে মুর্শিদাবাদ জমিয়ত ওলামায়ে হিন্দ সাধারণ সম্পাদক মুফতি মোঃ নাজমুল হক সাহেবের নেতৃত্বে আরো একবার অসহায়দের পাশে দাঁড়ালো মুর্শিদাবাদ জেলা জমিয়ত। মুর্শিদাবাদের জলঙ্গী থানার সাগরপাড়া এলাকাবাসীর পাশে,দিন কুড়ি আগে প্রায় দশ খানা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছিল । তাদেরকে সহযোগিতা করা হলো 50 কিলো চাল,2 কিলো সরিষার তেল,একখানা শাড়ি,এক খানা লুঙ্গি এবং একটা করে মাদুর প্রত্যেকটা পরিবারকে দেওয়া হইলো এবং আরো বলা হয় আগামী রমজান মাসে তাদেরকে রোজার ইফতারি কিছু দেওয়ার প্রতিশ্রুতি ।
এসমস্ত দ্রব্য পেয়ে এলাকার মানুষ খুবই আনন্দিত হয়ে তারা সার্বিকভাবে মুফতি নাজমুল হক সাহেবের জন্য দোয়া ও তার পাশে থাকার আশ্বাস জানান এবং তারা বলেন এই প্রথম আমরা কোন সংগঠনের পক্ষ থেকে এরকম অনুদান পেলাম সত্যিই মুফতি নাজমুল হক মুর্শিদাবাদ জমিয়ত উলামা হিন্দের একজন মহানযোগ্য নেতা এরকম একজন মুর্শিদাবাদের সম্পাদক কে আমরা পেয়ে সমস্ত মুর্শিদাবাদবাসী ধন্য বলে মনে করি। মুর্শিদাবাদের মুফতি নাজমুল হক এরকম অসহায় মানুষের পাশে সব সময় ছিল এখনো আছে আগামীতে থাকবে ইনশাআল্লাহ মাল বন্টনে উপস্থিত ছিলেন মোজাফফর খান মাফিকুল ইসলাম মুফতি সিরাজুল ইসলাম আব্দুল হালিম সাহেব আরো অনেকেই।