বড় বড় পুজোর সঙ্গে পাল্লা দিয়ে ছোট ও মাঝারি পুজোগুলিও বাংলা রিপোর্টার্স গিল্ডের “সেরা বাংলা শারদ সম্মান”এ ভূষিত
পরিমল কর্মকার (কলকাতা) : দক্ষিণ কলকাতায় ছোট ও মাঝারি দুর্গাপূজার মধ্যে মন কেড়েছে বেশ কিছু পূজা কমিটি। তার মধ্যে উল্লেখযোগ্য হাঁসপুকুর অঞ্চলে ১৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জোকা কালী মন্দির সংলগ্ন “আমরা সবাই” ক্লাবের পুজো, বেহালায় ১৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিশালক্ষ্মীতলায় কিশোর চক্র, বেহালা পাঠকপাড়ায় বালক সংঘ, ১৪২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দরিরচক প্রগতি সংঘ, ১১৭ নম্বর ওয়ার্ডে সাহাপুর সার্বজনীন দুর্গোৎসব, বুড়োশিবতলায় সাহাপুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি ইত্যাদি পূজা কমিটি। আর সেইসঙ্গেই সেরা প্রতিমা, সেরা মন্ডপসজ্জা, সেরা আলোকসজ্জা, উন্নতমানের পরিবেশ ও সামাজিক কাজে উল্লেখযোগ্য অবদানের জন্য বাংলা রিপোর্টার্স গিল্ড “সেরা বাংলা শারদ সম্মান- ২০২১” এ বিশেষ পুরস্কারে ভূষিত করলো এই এই পূজা কমিটিগুলিকে।
বাংলার অন্যতম সাংবাদিক সংগঠন বাংলা রিপোর্টার্স গিল্ডের সভাপতি ডঃ অরুণ কুমার ও সাধারণ সম্পাদক পরিমল কর্মকার যৌথভাবে বলেন, “কলকাতার বড় বড় পূজা কমিটিগুলো লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা খরচ করে বিরাট বড় বড় পুজোর আয়োজন করে। কিন্তু সেই তুলনায় ছোট ও মাঝারি পুজোগুলি স্বল্প বাজেটের মধ্যে যে ধরনের সুন্দর ও দৃষ্টিনন্দন পূজার আয়োজন করেছে তাতে বড় বড় পুজোগুলির সঙ্গে তাদেরও সম্মান জানানো আমাদের একান্ত কর্তব্য বলে মনে করি…।”
এছাড়াও বাংলা রিপোর্টার্স গিল্ড আয়োজিত “সেরা বাংলা শারদ সম্মান- ২০২১”এ ভূষিত করা হলো নিউ আলিপুরের সুরুচি সংঘ, কালীঘাট মিলন সংঘ, বেহালায় ১২১ নম্বর ওয়ার্ডে দীপক স্মৃতি সংঘ, গড়িয়াহাটের হিদুস্থান পার্ক, হরিদেবপুরে বিবেকানন্দ পার্ক এ্যাথলেটিক ক্লাব, আদর্শ সমিতি, নাকতলা উদয়ন সংঘ, কদমতলায় বড়বাগান কালচারাল এ্যাসোসিয়েশন, হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি, নলিন সরকার স্ট্রীট দুর্গোৎসব কমিটি, পাতিপুকুর আদি সার্বজনীন, পতিপুকুর সরকারি আবাসনের দুর্গাপূজা, পার্কসার্কাস সার্বজনীন দুর্গোৎসব, বোসপুকুর শীতলা মন্দির, ভবানীপুর জাগৃহি, হাজরা পার্ক সর্বজনীন দুর্গোৎসব, সন্তোষপুর ত্রিকোণ পার্ক, সাহানগর যুবক সমিতি, সমাজসেবী সংঘ, যোধপুর পার্ক সার্বজনীন, শ্যমাপল্লী সার্বজনীন ইত্যাদি।
—-
বাংলা রিপোর্টার্স গিল্ডের পক্ষ থেকে এই পূজা পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সংগঠনের সভাপতি ডঃ অরুণ কুমার, সাধারণ সম্পাদক পরিমল কর্মকার, সাংগঠনিক সম্পাদিকা গীতশ্রী পাল, সহ সভাপতি প্রবোধ কুমার সাহা, রিমা শিকদার, রবিশঙ্কর আচার্য্য, হামিদ আহমেদ, সহ সম্পাদক স্বপন নস্কর, অভিজিৎ দাস, অন্যতম কর্মকর্তা ললিতা কুমারী, বোধনারায়ণ যাদব প্রমুখ।
—————————–
পরবর্তীতে পূজা কমিটিগুলির উদ্যোক্তাদের প্রতিক্রিয়া আমরা তুলে ধরবো….. চোখ রাখুন পরবর্তী খবরে…..