কোয়েস্ট ফর লাইফের উদ্যেগে থ্যালসেমিয়া আক্রান্ত রিয়াজুলের জন্য এক রক্তদান শিবিরের আয়োজন

Spread the love

নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা, উত্তর চব্বিশ পরগণা:- মাত্র সাত বছর বয়স ছেলেটার। নাম -রিয়াজুল আলি শেখ। বাবা সফিকুল শেখ সামান্য অটো চালক। ক্যানিংয়ে অটোরিক্সা চালিয়ে মালিকের টাকা, গ্যাসের দাম মিটিয়ে হয়তো সংসারের খরচা চালিয়ে নিতে পারতেন। কিন্তু বাধ সেধেছে রোগ। তাও আবার যে সে রোগ নয়, থ্যালাসেমিয়া।

মাস ছয়েক আগে হঠাৎ জ্বর। আর ওষুধ খাওয়ার পরে জ্বর খানিক কমলেও আবার খানিক পরেই ফিরে ফিরে আসে। ডাক্তারের সন্দেহ হওয়ায় রক্ত পরীক্ষা করার পরে ধরা পরে থ্যালাসেমিয়া।

সমস্যা দুটি… প্রথমত রিয়াজুলের বাড়ি সন্দেশখালি। একেবারে প্রত্যন্ত গ্রাম। আর ওর ব্লাড গ্রুপ বি নেগেটিভ। এখন যাদের নিয়মিত রক্ত নিয়েই বেঁচে থাকতে হয়, তাদের বাড়ির লোকেরা হাড়ে হাড়ে জানেন নিয়মিত রক্ত জোগাড় করতে কতোটা কাঠখড় পোড়াতে হয়। তায় আবার বি নেগেটিভ। ফলতঃ ওর সেভাবে চিকিৎসাই শুরু করা হয়নি।

কোয়েস্ট ফর লাইফ পরিবারের সদস্য সাইফুল ইসলাম খানের সাথে যোগাযোগ করার পরে সাইফুল রিয়াজুলের বাবাকে আশ্বাস দেয় চিন্তা না করতে। ওদের সাহায্যে এগিয়ে আসে শাহিনূর হোসেন। শান্ত, স্বল্পভাষী শাহিনূর আয়ুর্বেদিক চিকিৎসক হতে চলেছে। মূলত শাহিনূরের উদ্যোগেই আয়োজন করা হয়েছে একটি রক্তদান শিবিরের। সন্দেশখালির সেই প্রত্যন্ত গ্রামেই।

অশোক ব্লাড ব্যাংক প্রতিশ্রুতি দিয়েছে রিয়াজুলের জন্য নিয়মিত রক্ত জোগাড় করে দেওয়ার। আর ডাক্তার প্রশান্ত চৌধুরী দায়িত্ব নিয়েছেন ওর চিকিৎসার।

তাই Quest for Life আবার নেমেছে রক্তদান শিবির করতে। আগামী ২১শে এপ্রিল, ২০১৯ (রবিবার) উত্তর চব্বিশ পরগনার সরবেরিয়া আন্নুর মিশনে অনুষ্ঠিত হতে চলেছে রিয়াজুলের জন্য রক্তদান শিবির। সহায়তায় অশোক ব্লাড ব্যাংক।

আমাদের বিশ্বাস, আপনাদের সাহায্য সহযোগিতায় এবারেও আমরা সফল হবোই।
যে কোনো বিষয় জানতে বা জানাতে ফোন / মেসেজ করুন।

আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার ঃ

9830833110 অথবা
9836465945 অথবা
9955319171 অথবা
9874807799

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.