বেহালার চণ্ডীতলায় সিপিডিআর ইন্ডিয়ার বিজয়া সম্মিলনী
পরিমল কর্মকার (কলকাতা) : বেহালার চণ্ডীতলায় সিপিডিআর-এর সাউথ কলকাতা জেলা কমিটির উদ্যোগে ৩১ অক্টোবর সন্ধ্যায় বিজেপি নেতা চন্দ্রভান সিং-এর অফিস কার্যালয়ে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। এদিন এই কমিটির প্রায় ৫০ জন কর্মকর্তা ও কয়েকজন সাংবাদিকও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: চন্দ্রভান সিং বিজেপি নেতা হিসেবে বেহালা এলাকায় পরিচিত থাকলেও তিনি সিপিডিআর ইন্ডিয়া নামের মানব অধিকার সংগঠনের দক্ষিণ কলকাতা জেলা কমিটির সম্পাদক। মূলত: তারই উদ্যোগে এইদিন বিজয়া সম্মিলনীতে মিষ্টিমুখ অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক দিবাকর গাঙ্গুলী, ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশনের কর্মকর্তা বাপীদাস মজুমদার, অমিতাভ ব্যানার্জী, মন্টু রায় সহ সংগঠনের কর্মকর্তা ও সদস্য-সদস্যারা।
বিজয়া সম্মিলনীর এই অনুষ্ঠানে উপস্থিত সকল বক্তাই তাদের বক্তব্যে বলেন, মানব অধিকার রক্ষার ক্ষেত্রে খাদ্য, বস্ত্র, বাসস্থান থেকে শুরু করে বিপদগ্রস্থ মানুষকে আইনী সহায়তা করা এই সংগঠনের মূল লক্ষ্য। ইতিপূর্বে তারা বহু মানুষকে এই ধরনের সহায়তা করে এসেছেন। আগামী দিনেও তারা বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়াবেন বলে জানান।