কান্দি পৌরসভার পক্ষ থেকে মা ক্যান্টিনের উদ্বোধন করা হলো রবিবার কান্দি মহকুমা হাসপাতাল চত্বরে।
নিজস্ব সংবাদদাতা ,কান্দী :- মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার পক্ষ থেকে রবিবারের মা ক্যান্টিনের উদ্বোধন করা হয় কান্দি মহকুমা হাসপাতাল চত্বরে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক রাজ্যের প্রত্যেকটি জায়গার পাশাপাশি কান্দি পৌরসভার পক্ষ থেকে এবার মা ক্যান্টিনের উদ্বোধন করা হলো জানা গিয়েছে এই মা ক্যান্টিন থেকে মাত্র 5 টাকার বিনিময়ে পেটপুরে পুষ্টিকর খাবার পাবে গ্রাহকেরা, রবিবার মা ক্যান্টিনের উদ্বোধনে উপস্থিত ছিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার পৌরপ্রশাসক দেবাশীষ চ্যাটার্জী সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। মা ক্যান্টিন উদ্বোধন হয়ায় উপকৃত সাধারণ মানুষের পাশাপাশি কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী থেকে শুরু করে রোগীর পরিজন সকলেয়।