মালয়েশিয়া শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত মুর্শিদাবাদের কান্দি পরিযায়ী শ্রমিকের, অসহায় পরিবারের পাশে পঞ্চায়েত
জৈদুল সেখ, কান্দি
মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত জীবন্তির বাসিন্দা আতিকুল সেখ, বছর ২২ যুবক, পরিবারের খরচ জোগাতে কর্মসূত্রে মালয়েশিয়া গিয়েছিল তিন বছর আগে। গত নভেম্বর তিন তারিখ গাড়ি দূর্ঘটনায় মালয়েশিয়ায় মৃত হয় আতিকুল সেখের।
বাড়িতে খবর পৌঁছাতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার ভোর রাতে আতিকুলের মৃত দেহ বাড়িতে পৌঁছায়।
মৃত আতিকুল স্ত্রী মেহজন বিবি জানায় ” গত নভেম্বর তিন তারিখ সন্ধ্যার সময় আমার সঙ্গে শেষ কথা হয়েছিল , কিন্তু তার পর রাতেই দশটার সময় রাস্তায় দূর্ঘটনায় মৃত খবর আসে। ”
স্ত্রী সহ এক মেয়ে ও ছেলে নিয়ে অসহায় পরিবার, সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবার।
উল্লেখ্য গত দশদিনের মধ্যে মহলন্দী ২ অঞ্চলে তিনজনের দূর্ঘটনা জনিত মৃত ঘটে। এর মধ্যে একজনের আসামে, একজনের মালয়েশিয়ায়, একজন লক্ষীনারায়ণ পুর গ্রামে।
এই তিনটি অসহায় পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন মহলন্দী ২ অঞ্চল।
আজ সোমবার সাংবাদিক বৈঠক করে প্রধানের পক্ষ থেকে জানানো হয় ” এই অঞ্চলের তিনজনের অকাল মৃত্যুতে, আমরা গভীর ভাবে শোক প্রকাশ করছি এবং তিনটি পরিবারকে পঞ্চায়েত ও সরকারের পক্ষ থেকে যেসমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলো যাতে পায় তার ব্যবস্থা গ্রহণ করব। “