বজবজে রেল-কোয়ার্টার দখলকারীদের উচ্ছেদ
পরিমল কর্মকার (কলকাতা) : দীর্ঘ ৫০ বছর ধরে বজবজ পুরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের রেল কোয়ার্টারগুলি জবর-দখল করে বসবাস করে আসছিল বহু মানুষ। সোমবার (১৫ নভেম্বর) দখল-কারিকারীদের উচ্ছেদ করলো রেল পুলিশ। উচ্ছেদ করে ওইসব কোয়ার্টারের দেওয়ালে নোটিশ লাগিয়ে দেওয়া হয়। ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, জোর-জবস্তী করে কেউ যেন কোয়ার্টার-গুলিতে পুনরায় প্রবেশ না করে। সেরকম কোনও ঘটনা ঘটলে দখলকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেল পুলিশ।
প্রসঙ্গত: কিছুদিন আগে স্থানীয় তৃণমূল বিধায়ক অশোক দেব ও স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে রেল কর্তৃপক্ষের একটা আলোচনা হয়েছিল। অশোক দেবের পক্ষ থেকে বলা হয়েছিল, কিছুদিন সময় দেওয়া হোক। তবে রেলের পক্ষ থেকে সোমবার (১৫ নভেম্বর) জানানো হয়েছে, বহুবার দখলকারীদের কোয়ার্টার ছাড়ার জন্য বলা সত্ত্বেও তারা কেউ কোয়ার্টার ছাড়েনি বলেই এই পদক্ষেপ নিতে হয়েছে।
ছবি : অরুণ লোধ