বাংলার মুক্তি সূর্য’র উদ্যোগে কম্বল বিতরণ বেহালায়
পরিমল কর্মকার (কলকাতা) : বেহালায় বি.জি.প্রেস কলোনীর খেলার মাঠ সংলগ্ন জায়গায় “বাংলার মুক্তি সূর্য” নামে একটি সমাজসেবী সংগঠনের উদ্যোগে রবিবার (২৮ নভেম্বর) প্রায় ২০০ জন দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের জুনিয়র টিমের কোচ অমিয় ঘোষ, বেহালা পশ্চিমের এস.সি/ এস.টি সেলের সভাপতি দীপক সরকার, বিশিষ্ঠ সমাজসেবী সুদীপ সাহা, সন্দীপ রায়, লায়ন্স ক্লাব অফ বেহালা-বড়িশার সভাপতি প্রবীর দত্ত, ডাঃ শুভাশিস চক্রবর্তী সহ বিশিষ্ঠ মানুষেরা।
সংগঠনের সম্পাদক সৌমেন মিদ্যা বলেন, “আমরা গত দু-বছর ধরে বিভিন্ন জনকল্যাণমুখী কাজের সঙ্গে যুক্ত রয়েছি। করোনাত্তর পরিস্থিতিতে আমরা বহু মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। ইয়াস ঝড়ে কাকদ্বীপ ও সুন্দরবনের ক্ষতিগ্রস্ত বহু মানুষকে খাদ্য-সামগ্রী বিতরন করেছি। বিগত দুর্গাপুজোয় তৃতীয়ার দিন প্রায় ১০০ জন দুঃস্থ মানুষের হাতে কাপড় তুলে দিয়েছি। বিগত দিনে কখনো স্বাস্থ্য পরীক্ষা শিবির, কখনো বা রক্তদান শিবির করেছি। আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। আগামী দিনেও সেবাকর্মের মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই….।”
এইসঙ্গেই সৌমেন বাবু আরও বলেন, “আমাদের সংগঠনের সভাপতি বিপুল কুমার ধর, কার্যকরী সভাপতি রমেন হালদার, সহ: সম্পাদক অতনু চক্রবর্তী, সন্তু হালদার, হিসাবরক্ষক বিনোদ পাণ্ডে এবং গৌতম দাস সহ সকল কর্মকর্তা ও সদস্যদের উদ্যোগে ও সহযোগিতায় এই কর্মযজ্ঞে ব্রতী রয়েছি..।”