এসএসকেএম-এ ভর্তি মুখ্যমন্ত্রীর ভাই সুব্রত, হাসপাতালে দেখতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
পরিমল কর্মকার (কলকাতা) : রবিবার বুকে ব্যাথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই সুব্রত বন্দ্যোপাধ্যায়। তাকে আইসিসিইউ-তে ভর্তি করা হয়েছে বলে খবর। এদিনই তার ভাইকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভাইয়ের অসুস্থতা নিয়ে চিকিৎসকদের কাছে খোঁজ খবরও নেন।
উল্লেখ্য, ৭৩ নম্বর ওয়ার্ডে বৌদি কাজরী বন্দোপাধ্যায়ের হয়ে টানা নির্বাচনী প্রচার করছিলেন সুব্রত। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই সুব্রতবাবু বুকে ব্যাথা অনুভব করছিলেন। তবে শনিবার বিকেলে তিনি অসুস্থ বোধ করায় রাবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন।
হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ডাঃ সরোজ মন্ডল তার চিকিৎসার দায়িত্বে আছেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সুব্রতবাবুর শারীরিক অবস্থা আপাতত: স্থিতিশীল রয়েছে।
জানা গিয়েছে, দল তাকে গুরুত্বপূর্ন দায়িত্ব দিয়েছে। সুব্রতবাবু তৃণমুলের জয় হিন্দ বাহিনীর আহ্বায়ক। এমনকি পুরভোটে নির্বাচনী প্রচারের সামনের সারিতে রয়েছেন তিনি। স্বাভাবিক কারণেই কয়েকদিন ধরেই প্রচারের জন্য তিনি ব্যস্ত ছিলেন। দৌড়ঝাঁপও চলছিল বলে সূত্রের খবর।