রোটারি সদনে কৃষকদের সেচ পাম্প দিয়ে সহযোগিতা করলেন রোটারিয়ানরা
পরিমল কর্মকার (কলকাতা) : রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৯১-র পাঁচটি ক্লাবের উদ্যোগে ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) কলকাতার রোটারি সদনে এক অনুষ্ঠানে কৃষক বন্ধুদের হাতে তুলে দেওয়া হলো কৃষি কাজে ব্যাবহার যোগ্য সেচ পাম্প। উদ্যোক্তাদের পক্ষ থেকে এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে “অন্নদাতা”। সহযোগিতায় ছিল এই পাঁচটি রোটারি ক্লাবের রোটারিয়ানরা।
প্রসঙ্গত: রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৯১-র পাঁচটি ক্লাব হলো– রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি, রোটারি ক্লাব অফ বালিগঞ্জ, রোটারি ক্লাব অফ ক্যালকাটা ডালহৌসি, রোটারি ক্লাব অফ ক্যালকাটা মিলেনিয়াম, রোটারি ক্লাব অফ পুরুলিয়া। এই পাঁচটি ক্লাবের উদ্যোগে ও সহযোগিতায় গত ১৭ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনায় ৫৫ টি পাম্প এবং এদিন (৯ ডিসেম্বর) রোটারি সদনে ৭৭ টি পাম্প নিয়ে দু’দফায় মোট ১২৫ টি সেচ-পাম্প কৃষক বন্ধুদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।
রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সির প্রেসিডেন্ট ডঃ অরুণ কুমার বলেন, “প্রকৃত পক্ষে কৃষক বন্ধুরা আমাদের অন্নদাতা। তাই এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘অন্নদাতা’। তারা আছেন বলেই আমরা দু-বেলা দু-মুঠো অন্ন খেয়ে বেঁচে আছি। তাই তাদের পাশে দাঁড়ানো আমদের কর্তব্য।…।” পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে এই সংগঠন গুলি কাজ করে চলেছে বলে জানান তিনি।
এদিন রোটারি সদনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই পাঁচটি ক্লাবের প্রেসিডেন্ট যথাক্রমে ডঃ অরুণ কুমার, দীনেশ কুমার মাল, অঞ্জলি রায়, দেবযানী চৌধুরী, রজত গোস্বামী সহ অন্যান্য রোটারিয়ানরা। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক বন্ধুরা ও তাদের পরিবারের সদস্যরা।