নিইজ ডেস্ক ,অয়ন বাংলা:-এর আগে দু দু বার দু’দফায় বাংলায় প্রচারে এসে মোদি-মমতাকে এক আসনে বসিয়ে আক্রমণ করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ এবার তৃতীয় দফার নির্বাচনী প্রচারের আগেই রাহুল গান্ধীর সভার অনুমতিই দিল না জেলা প্রশাসন৷ রাহুল গান্ধীর কপ্টার নামার অনুমতি চেয়ে কংগ্রেস প্রার্থী র তরফে আর্জি জানানো হলেও তা বাতিল করা হয়৷
আগামী ১৪ এপ্রিল রবিবার শিলিগুড়ির দাগাপুরে সভা করার কথা রয়েছে কংগ্রেস সভাপতির৷ সভার জন্য রাহুল গান্ধীর কপ্টর নামার অনুমতি চেয়ে ৭ এপ্রিল আবেদন করা হয়৷ কিন্তু, যে মাঠে কপ্টর নামানোর আর্জি জানানো হয়েছিল, তা খারিজ করে দেওয়া হয়৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিকল্প মাঠ না পাওয়া গেলে সভা বাতিল বলে জানানো হয়েছে।
এর আগেও রাহুল গান্ধীর সভার জন্য মালদহ চাঁচল বাসস্ট্যান্ডের কাছে সভা করার অনুমতি চাওয়া হলেও অনুমোদন দেয়নি জেলা প্রশাসন। রাজ্য প্রশাসন সূত্রে খবর, পরীক্ষার কারণে মাইক ব্যবহার নিষিদ্ধ থাকায় সভার অনুমতি বাতিল করা হয়৷ নির্বাচন কমিশনের অভিযোগ জানানো পর মৌখিক ভাবে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে সভার জন্য কমিশনের তরফে অনুমতি দেওয়া হয়৷ কমিশনের অনুমতি নিয়ে ২৩ মার্চ মালদহে সভা করেন রাহুল৷ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, যেভাবে রাহুল গান্ধী বাংলায় এসে মমতাকে আক্রমণ করছেন, সেই কারণে তাঁদের সভার অনুমতি পেতে সমস্যা হচ্ছে৷ এবার কপ্টার নামার অনুমতি না দিয়ে সভা বানচাল করা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের । গোটা রাজ্যে ভোটের প্রচার এখন জোর কদমে চলছে।মোদী অমিত শাহ জুটি বার বার বাংলায় প্রাচারে আসছেন।