জনতার সঙ্গে তৃণমূল রাজ্য ছাত্র নেতা লোকাল ট্রেনে।
আবিদ হোসেন মন্ডল / নদীয়া-
তৃন মানে ঘাস,মূল মানে ঘাসের মূল। মাটির কাছাকাছি বা খেটে খাওয়া পেটে পিঠে এক হয়ে যাওয়া মাটির মানুষের দের নিয়ে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল দলটি করেছেন বা বাংলার উন্নয়ন বা বাংলা কে বিশ্ব দরবারে সেরার সেরা মুকুট পরিয়ে আজ বাংলা গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে। তখন মমতা ব্যানার্জির হাত কে শক্ত এবং সংগঠন কে মজবুত ও এগিয়ে নিয়ে যাওয়ার
জন্য বাংলার ছাত্র যুব এবং আম জনতার নয়নের মনি তৃনাঙ্কু ভট্টাচার্য আজ নদীয়া থেকে মাটির কাছাকাছি মানুষদের সঙ্গে কোলকাতা গামী লোকাল ট্রেনে।
নেতা মানেই জনগণের পাশে থাকা ,সাথে থাকা ,এ ভাবেই মানুষের ভালবাসা পেতে থাকা ।