বিজেপির প্রতিষ্ঠা দিবস উদযাপন বেহালায়
পরিমল কর্মকার (কলকাতা) : সাড়ম্বরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিষ্ঠা দিবস পালিত হলো বেহালায়। বুধবার (৬ এপ্রিল) রাখী চ্যাটার্জীর নেতৃত্বে বেহালার ১১৯ নম্বর ওয়ার্ডে ও তরুণ দাসের নেতৃত্বে ১২০ নম্বর ওয়ার্ডে জাতীয় পতাকা উত্তোলন ও ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তিতে মাল্যদান এবং নানা অনু্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো বিজেপির প্রতিষ্ঠা দিবস।
এইদিন ১১৯ নম্বর ওয়ার্ডে ডিএভি স্কুলের সামনে বিজেপির প্রতিষ্ঠা দিবসে রাখী চ্যাটার্জীর নেতৃত্বে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ভারতীয় জনতা পার্টির ইতিহাস ও দলের প্রতিষ্ঠতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর সম্মন্ধে পার্টির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাখী চ্যাটার্জী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির লিগ্যাল সেলের ভক্তি মণ্ডল, বেহালা পশ্চিম বিধানসভার মণ্ডল-১ এর সভাপতি দীপঙ্কর বণিক, দক্ষিণ কলকাতা জেলা কমিটির সদস্য মৈনাক চ্যাটার্জী সহ বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা।
পাশপাশি বেহালার ১২০ নম্বর ওয়ার্ডে জেমস লং সরণিতে সাউথ কলকাতা ডিস্ট্রিক্ট ক্লাব সেলের কনভেনর তরুণ দাসের নেতৃত্বে শ্রীসংঘের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এইসঙ্গেই ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তিতে মাল্যদান করেন দলের নেতৃবৃন্দরা। দলীয় নেতা ও কর্মীরা দলের জন্মলগ্ন থেকে ক্রমান্বয়ে রাজনৈতিক পটভূমিতে বিজেপির মহীরূহ হয়ে ওঠার ইতিহাস ব্যাখ্যা করেন। এই অনুষ্ঠানে তরুণ দাস ছাড়াও উপস্থিত ছিলেন লিগ্যাল সেলের ভক্তি মণ্ডল, বিজেপি নেতা অশোক রায়, অরুণ মুখার্জী, সুমিত ব্যানার্জী, বাবলু চৌধুরী, প্রদীপ পাল, রাজু পাত্র, রাজু ঘোষ প্রমুখ নেতা ও কর্মীরা।