আবাস যোজনা প্লাস প্রকল্পে বিস্তর দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ বড়ঞা ১ নং পঞ্চায়েত উপ প্রধানের বিরুদ্ধে

Spread the love

*আবাস যোজনা প্লাস প্রকল্পে বিস্তর দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ বড়ঞা ১ নং পঞ্চায়েত উপ প্রধানের বিরুদ্ধে*

সাবের আলী ও ভিক্টর ব্যানার্জী বড়ঞা :-   ফের বড়োসড়ো দুর্নীতির পর্দা ফাঁস মুর্শিদাবাদের বড়ঞা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এর বিরুদ্ধে প্রকাশ্যে এল স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ..
রাজ্যের মুখ্যমন্ত্রী গরীব দুঃস্থদের মাথার উপর ছাড় দেবার জন্য ব্যবস্থা করেছেন বাংলা আবাস প্লাস প্রকল্পের বাড়ির। ইতিমধ্যেই গ্রামে গ্রামে শুরু হয়েছে এই প্রকল্পের বাড়ি তৈরীর কাজ ।রাজ্য সরকার সদ্য এই প্রকল্পের একটি পূর্ণ তালিকা প্রকাশ করেছেন প্রতি গ্রাম পঞ্চায়েত ধরে। আর এখানেই গলদ ধরা পড়েছে মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার বড়ঞা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শরিফ দেওয়ান এর বিরুদ্ধে বাংলা আবাস প্লাস যোজনায় দুর্নীতি স্বজনপোষণ করার অভিযোগ উঠেছে। বড়ঞার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই বড়ঞা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদ্য প্রকাশিত বাংলা আবাস যোজনা ঘর তৈরি তালিকা ধরে অভিযোগ আনা হয়েছে ।বড়ঞার ব্লক কংগ্রেস সভাপতি আজাদ মল্লিক জানিয়েছেন, বড়ঞার  এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শরীফ দেওয়ান প্রকাশিত ঘরের তালিকা উনার পিতা বাকাই দেওয়ান এর নাম যেমন ঢুকিয়েছেন ।তেমনই কাকা আসেবর দেওয়ান, কাকাতো ভাই নুর জামাল দেওয়ান ,কাকা আনসার দেওয়ান, মনসুর দেওয়ান এইরকম পরিবারের ১৮ জনের নাম ঢোকানো হয়েছে তালিকায়। যাদের প্রত্যেকের পাকা বাড়ি রয়েছে। আমরা চাই পুরো বিষয়টির তদন্ত করুক প্রশাসন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। যদিও বিষয়টি নিয়ে বড়ঞার এক গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝরনা বড়াল জানিয়েছেন , যখন এই তালিকা তৈরি করা হয়েছিল তখন গ্রাম পঞ্চায়েতের প্রধানের চেয়ারে আমি ছিলাম না। কি হয়েছে বলতে পারব না। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন অন্যায়ের সঙ্গে কোনো আপস নয়। পুরো বিষয়টা তদন্ত করে দেখা হবে ।আইন মেনে সবকিছু হবে ।নাম থাকলেই যে বাড়ি হবে সেরকম কথা নেই ।তবে উপপ্রধান শরীফ দেওয়ান যে ভুল করেছে সে কথা মেনে নিয়ে উনার পিতা বাঁকায় দেওয়ান জানিয়েছেন, আমার বাড়ি রয়েছে ঠিকই আমি না বুঝেই এই অন্যায় কাজ করেছি। নিজেই তালিকায় নাম তুলেছি ।যদিও বিষয়টি নিয়ে বড়ঞার বিডিও মনীষা নন্দী শুধু জানিয়েছেন, উল্লেখিত ঘটনার লিখিত অভিযোগ ইতিমধ্যেই জমা হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্ত হবার পর দোষী ব্যক্তির শাস্তি ব্যবস্থা নেয়া হবে ।মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়ঞার থানার অধীন বড়ঞা এক নম্বর গ্রাম পঞ্চায়েত  গ্রাম পঞ্চায়েতে সদ্য প্রকাশিত হয়েছে কুড়িটি গ্রাম সংসদের বাংলা আবাস যোজনা প্লাস ঘরের তালিকা। যেখানে কুড়িটি গ্রাম সংসদের ৩৮৭ জন উপভোক্তা স্থান পেয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.