উষ্ণতম দিনে এক কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে বহরমপুর একাত্মার
জৈদুল সেখ ,বহরমপুর:- উষ্ণতম দিন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে অভিনব বৃক্ষদান ও বৃক্ষরোপণ কর্মসূচি বহরমপুরে একাত্মার।
আজ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন এবং সর্বোচ্চ উষ্ণতম দিন টিকে মাথায় রেখেই এই অভিনব কর্মসূচি গ্রহণ করা হয়েছিল বহরমপুর একাত্মা ওয়েলফেয়ার সোসাইটি মুর্শিদাবাদ জেলার ঐতিহ্য মন্ডিত খাগড়া গুরুদাস তারাসুন্দুরী ইনস্টিটিউশন হেরিটেজ বিদ্যালয়ে।
করোনার অতিমারি কে অতিক্রম করে উচ্চমাধ্যমিকের সেই সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসল যারা আগামীদিনের দেশের দশের ভবিষ্যত। তাই বিশেষ দিন হিসেবে পরীক্ষার এই শেষ দিন টিতে গাছ দিতে পরীক্ষার্থীদের শুভেচ্ছা দিলো একাত্মা সদস্য রা এবং বর্তমান পরিস্থতি কে মাথায় রেখে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছিয়ে দিলেন বহরমপুর একাত্মা ওয়েলফেয়ার সোসাইটি।
সুস্থভাবে বাঁচতে গেলে প্রত্যেকের উচিত গাছ লাগানো ও গাছের পরিচর্যা করা এবং মানব জাতি কে বাঁচতে হলে গাছ লাগানো ছাড়া আর কোনো বিকল্প নেই।
এই প্রতিজ্ঞা কে সামনে রেখে বৃক্ষ দান ও বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমে বহরমপুর একাত্মা ওয়েলফেয়ার সোসাইটি ১ কোটি গাছ লাগানোর লক্ষে এগিয়ে যাচ্ছে পরিবেশ এবং মানব জাতি রক্ষা করতে। তাই প্রতি তিন মাস অন্তর এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। তাদের এই চিন্তা ভাবনা কে সাধুবাদ জানাই এবং সকলে এগিয়ে আসুন তাদের এই কর্মযজ্ঞে।
রঙ্গিলা খাতুন , বহরমপুর