বহরমপুরে জনসম্মুখে ধারালো অস্ত্রের কোপে মৃত সুতপা চৌধুরীর মৃতদেহ ময়নাতদন্ত সম্পন্ন হল বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে মঙ্গলবার
নিজস্ব সংবাদদাতা,বহরমপুর:- গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যায় বহরমপুরের গোরাবাজার এলাকার একটি জনবহুল গলিতে জনসম্মুখে সুতপা চৌধুরী নামের এক কলেজ ছাত্রীকে খুন করে সুশান্ত চৌধুরী নামের এক যুবক। ধারালো অস্ত্রের কোপে আশঙ্কাজনক অবস্থায় সুতপা চৌধুরীকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা সুতপা চৌধুরীকে মৃত বলে ঘোষণা করে। সুতপা চৌধুরীর মৃত্যু নিশ্চিত হবার পর বহরমপুর থানার পুলিশ সুতপা চৌধুরীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়। জনসম্মুখে ধারালো অস্ত্রের কোপে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক কলেজছাত্রীকে নিশংস ভাবে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার দিন বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে সুতপা চৌধুরীর মৃতদেহ ময়নাতদন্ত সম্পন্ন হল। মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন সুতপা চৌধুরীর বাবা স্বাধীন চৌধুরী। ধৃত সুশান্ত চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি, অন্যদিকে মৃত সুতপা চৌধুরীর বাবা স্বাধীন চৌধুরী জানান বারংবার তার মেয়েকে প্রাণনাশের হুমকি দিত সুশান্ত চৌধুরী তবে কী কারণে এই প্রাণনাশের হুমকি দিতো সুশান্ত চৌধুরী তা জানা নেই। ঘটনায় শোকের ছায়া সুতপা চৌধুরীর পরিবার জুড়ে। এবং ঘটনার জেরে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।