রাজু আনসারী ,অয়ন বাংলা, মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদে আসন্ন সপ্তদশ লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর প্রচারে এলেন দীপক অধিকারী বা বাংলা ফিল্মের সুপারস্টার দেব ।
ধর্মনিরপেক্ষ সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত স্বচ্ছ ভারত গড়তে ৮ নম্বর দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থনে আজ ধুলিয়ানের বাসুদেব পুর হাই স্কুলের পার্শ্বের মাঠে একটি বিশাল নির্বাচনী জনসভায় প্রচার করলেন দেব। এই নির্বাচনী সভায় দীপক অধিকারী যাকে দেব নামে সবাই চিনে উপস্থিত ছিলেন এর পাশাপাশি উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় ,ও ধুলিয়ান পৌরসভার পৌর পিতা সুবল সাহা মহাশয় ও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন | এই জনসভায় লোকের উপস্থিতি ছিল চোখে দেখার মত ।দেব বিজেপিকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেন এবং মোয়াজ্জেম হোসেন কে জেতানোর আহ্বান জানান ।
বাংলা এগিয়ে পিছিয়ে দেশ , মোদির জন্য উন্নয়ন শেষ ।
এই স্লোগান দিতে থাকেন দেব ও উপস্থিত জনতা।