শোভন চট্টোপাধ্যায়ের আমলে কলকাতা পুরসভায় দুর্নীতি, সিবিআই তদন্তের নির্দেশ
পরিমল কর্মকার (কলকাতা) : হেরিটেজ ত্রিপুরা ভবনের একাংশে বেআইনি নির্মাণের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় বৃহস্পতিবার (১৯ মে) কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সিবিআই তদন্তের নির্দেশ দেন। ওই সময় কলকাতা পুরসভার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত: বালিগঞ্জ হেরিটেজ জোনে ২০১৮ সালে ত্রিপুরা ভবনের একাংশে কিভাবে কলকাতা পুরসভা নির্মাণের অনুমতি দিয়েছিল, তা তদন্ত করে সিবিআই’কে ২০ জুনের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। উল্লেখ্য, ওই বেআইনি নির্মাণে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ।