এক নজরে হাই মাদ্রাসা বোর্ডের মেধা তালিকা(২০২২)

Spread the love

হাই মাদ্রাসা বোর্ডের মেধা তালিকা(২০২২)
——————————————————–

নিউজ ডেস্ক :-      প্রথম : শরিফা খাতুন(৭৮৬)- বটতলা আদর্শ হাই মাদ্রাসা মালদহ ।
দ্বিতীয় : ইমরানা আফরোজ (৭৭৫) – বটতলা আদর্শ হাই মাদ্রাসা মালদহ।
তৃতীয় : মোহাম্মদ ওয়াকিল আনসারী(৭৭৩)- রামনগর হাই মাদ্রাসা মালদহ ও আজিজা খাতুন (৭৭৩) – দারিয়াপুর বাইসি হাই মাদ্রাসা মালদহ।
চতুর্থ : রৌনক জাহান (৭৭১) রামনগর হাই মাদ্রাসা মালদহ।
পঞ্চম: সিয়াতুন নেসা (৭৬৯)-লালগোলা রহমতুল্লাহ হাই মাদ্রাসা মুর্শিদাবাদ ও সানিয়া পারভিন (৭৬৯) মালদহ এনএমএস হাই মাদ্রাসা।
ষষ্ঠ : মোঃ বেনজির হোসেন (৭৬৮)-আমিরাবাদ হাই মাদ্রাসা মুর্শিদাবাদ ও মোস্তাফিজুর রহমান (৭৬৮) লালগোলা রহমতুল্লাহ হাই মাদ্রাসা মুর্শিদাবাদ।
সপ্তম: সৈয়দ ওমর ফারুক(৭৬৭) – পূর্ব বর্ধমান হাই মাদ্রাসা ।
অষ্টম : মোসাঃ শবনম খাতুন (৭৬৬)-দেবকুন্ডু হাই মাদ্রাসা মুর্শিদাবাদ ।
নবম : মনীষা ইসলাম( ভগবানপুর হাই মাদ্রাসা মালদহ ও আমিকা খাতুন :নয়মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসা মালদহ।
দশম : মাহিরা খাতুন ও আঞ্জুমান আরা খাতুন (৭৬৩)বটতলা আদর্শ হাই মাদ্রাসা মালদহ।
এ বছর হাইমাদ্রাসা বোর্ডের মোট পরীক্ষার্থী ছিল ৭৩,৭০৮ জন।
হাইমাদ্রাসা মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন মোট ১৫ জন। তার মধ্যে মালদহ জেলারই ১০ জন। মুর্শিদাবাদের চারজন ও পূর্ব বর্ধমানের একজন।
উল্লেখযোগ্য ভাবে মেধা তালিকার ১৫ জনের মধ্যে ১১জনই ছাত্রী। আলিম ও ফাজিলের মেধা তালিকাতেও ছাত্রীদের উপস্থিত লক্ষ্যণীয়।হাইমাদ্রাসা বোর্ডের মেধা তালিকায় প্রতি বছরই ছাত্রীদের প্রাধান্য থাকে। মুসলিম মেয়েদের শিক্ষা ক্ষেত্রে এটা একট বড় প্রাপ্তি অবশ্যই । যাইহোক মেধা তালিকা সহ সকল উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন জানাই। তোমাদের উজ্জ্বল ভবিষ্যতে কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.