2022 মাধ্যমিকের ফলাফল, প্রথম ১০-এর মেধাতালিকায় স্থান ১০ জন সংখ্যালঘু পরীক্ষার্থীর

Spread the love

 

 

প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল, প্রথম ১০-এর মেধাতালিকায় স্থান ১০ জন সংখ্যালঘু পরীক্ষার্থীর

নিউজ ডেস্ক:-  আজ শুক্রবার সকাল ৯টায় প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২২ সালের পরীক্ষার ফলাফল। ফলাফল প্রকাশ হতেই দেখা যায় এই বছরের মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত প্রথম এক থেকে দশের মধ্যে থাকা পরীক্ষার্থীদের মেধা তালিকায় স্থান করে নিয়েছেন ১০ জন সংখ্যালঘু মুসলিম পরীক্ষার্থী। যদিও সেই মেধা তালিকায় প্রথম ১ থেকে ৪-এর মধ্যে কোনো মুসলিম পরীক্ষার্থী স্থান পায়নি। তবে এর মধ্যে মাধ্যমিকে ৬৮৯ নম্বর পেয়ে যৌথভাবে পঞ্চম স্থান অধিকার করেছেন আরমান ইশতিয়াক আলী, সম্রাট মন্ডল, সামিয়া ইয়াসমিন এবং জেনিফার রানা। এই ফলাফলকে নিশ্চিন্তে শিক্ষা ক্ষেত্রে মুসলিমদের এগিয়ে আশার সদর্থক প্রকাশ বলা চলে। যদিও এই ফলাফল প্রয়োজনের তুলনায় এখনও আশানরুপ হয়নি বলেই মনে করছেন মুসলিম বুদ্ধিজীবিরা।

যে ১০ জন মুসলিম পরীক্ষার্থী প্রথম এক থেকে দশের মধ্যে থাকা পরীক্ষার্থীদের মেধা তালিকায় স্থান করে নিয়েছেন। তারা হলেন- ১। সামিয়া ইয়াসমিন-৬৮৯(৫) পিতা-মহঃগোলাম মারুফ বড়বাজার, বাগানবাড়ি, পূর্ব বর্ধমান ২। জেনিফার রানা ৬৮৯(৫) পিতা- আবুতাহের রানা লোহাপুর, নলহাটি, বীরভূম ৩। সম্রাট মন্ডল ৬৮৯(৫) পিতা -সাজাহান আলি হিজলা, কাথুর, উত্তর ২৪ পরগণা ৪। আরমান ইসতিয়াক আলি ৬৮৯(৫) পিতা- আবুতালেব মিঁয়া শালবাড়ি, কোচবিহার ৫। ফারহান বিশ্বাস ৬৮৬(৮) পিতা-হাফিজুর রহমান বিশ্বাস তালবাগান পাড়া, মুর্শিদাবাদ ৬। জুনাইনা পারভীন ৬৮৬(৮) পিতা- মহঃজাকির হোসেন দূর্গানগর কলোনি, ওয়ার্ড নম্বর ৪, শিলিগুড়ি, দার্জিলিং ৭। মোহাম্মদ সাহিদ ৬৮৪( ১০) পিতা- মহঃখায়রুল আনাম চাঁদপুর, আরামবাগ, হুগলি ৮। সেখ আজাদ ৬৮৪(১০) পিতা- সেখ আকতার বুজরুক দিঘী, বর্ধমান ৯।আরফিন খাতুন ৬৮৪(১০) পিতা- মহাঃ মনিরুজ্জামান ভাগলপুর, যদুপুর, কালিয়াচক, মালদা ১০। মোনালিসা পারভীন ৬৮৪(১০) পিতা- মফিজুদ্দিন লস্কর মল্লিকাটি, জীবনতলা, দঃ ২৪ পরগণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.