অয়ন বাংলা, ডেস্ক :- ভারতে কাজের অনুমোদনপত্র পেয়েছিলেন। কিন্তু ভিসার শর্ত লঙ্ঘন করে রাজনৈতিক প্রচারে অংশ নিয়েছিলেন বাংলাদেশি নাগরিক অভিনেতা ফিরদৌস। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল ভারত সরকার। রায়গঞ্জে তৃণমূল প্রার্থীর কানাই আগরওয়াল হয়ে ভোট প্রচার করেছিলেন অভিনেতা ফিরদৌস। বিজেপির অভিযোগের পর বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করে বিদেশমন্ত্রক। অভিবাসন দফতর রিপোর্টে জানায়, ভারতে কাজের জন্য ভিসা দেওয়া হয়েছিল ফিরদৌসকে। কিন্তু সেই শর্ত লঙ্ঘন করেছেন অভিনেতা। অভিবাসন দফতরের রিপোর্টের ভিত্তিতে ফিরদৌসের ব্যবসায়িক ভিসা বাতিল করেছে বিদেশমন্ত্রক। তাঁকে অবিলম্বে ভারত ত্যাগের নোটিস দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভারতের সার্বভৌমত্ব ক্ষুন্ন হয়েছে বলেও মনে করছে বিদেশমন্ত্রক। সে কারণে ফিরদৌসকে কালো তালিকাভূক্তও করা হয়েছে।