নিজস্ব সংবাদদাতা,কোলকাতা:- মুর্শিদাবাদ জেলা বিভাজন নিয়ে বিশেষ সভা*
রবিবার সন্ধায় কলকাতায় ইউনাইটেড গার্জেন কাউন্সিলের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
৭ই আগস্ট ২০২২, রবিবার বৈকাল ৫ ঘটিকায় পার্ক সার্কাসে ইউনাইটেড গার্জেন কাউন্সিলের এই সভায় মুর্শিদাবাদ জেলা বিভাজন নিয়ে আলোচনা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউনাইটেড গার্জেন কাউন্সিলের সভাপতি মুহাম্মাদ শাহ আলম, সম্পাদক অ্যাডভোকেট মাসুদ করিম, সমাজসেবী মুহাম্মদ সাহাবুদ্দিন, কামরুদ্দিন মল্লিক, আব্দুল মজিদ,সালাউদ্দিন আহমেদ, সাংবাদিক ইবাদুল ইসলাম প্রমুখ।
এই সভায় মুর্শিদাবাদ এবং উত্তর-দক্ষিণ ২৪পরগনা জেলা ভাগ ও নামকরণের বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়।
এই আলোচনায় সমাজের বিশিষ্ট সমাজকর্মী ও বুদ্ধিজীবিগন অংশগ্রহণ করেন । সুদীর্ঘ আলোচনা সাপেক্ষে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়:
১. মুর্শিদাবাদ জেলার নামকরণের ক্ষেত্রে যেভাবে মুর্শিদাবাদ নাম বিলুপ্তির উদ্যোগ নেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই নামকরণের ক্ষেত্রে সভা প্রস্তাব করে যে, নাম হওয়া উচিত উত্তর-মুর্শিদাবাদ, দক্ষিণ-মুর্শিদাবাদ এবং পশ্চিম-মুর্শিদাবাদ।
২. উত্তর ২৪পরগনা ও দক্ষিণ ২৪পরগনা জেলা ভাগের ক্ষেত্রেও চব্বিশ পরগনা শব্দটি যুক্ত থাকা আবশ্যক।
৩. জেলা ভাগের নামকরণের ক্ষেত্রে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি ধারাবাহিক কর্মসূচি গৃহীত হয়:
ক) ইতিহাসবিদ, বুদ্ধিজীবী ও সমাজকর্মীদের নিয়ে কলকাতায় একটি গোলটেবিল বৈঠক করা হবে।
খ) তৎসহ কলকাতায় একটি বিশেষ কনভেনশন করা হবে।
গ) মুর্শিদাবাদ জেলা কনভেনশন আয়োজন করা হবে।
ঘ) এছাড়াও বিভিন্ন ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হবে।