গোরু পাচার মামলা দিল্লিতে নিয়ে যেতে চাইছে ইডি ও সিবিআই
পরিমল কর্মকার (কলকাতা) : গোরু পাচার মামলা আসানসোল ও কলকাতা থেকে সরাসরি দিল্লিতে নিয়ে যেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। অবৈধ গরু পাচার মূলতঃ পশ্চিমবঙ্গ থেকে হলেও এই গোরুগুলি অধিকাংশই আসত ভিনরাজ্য থেকে। ফলে এই মামলার ব্যাপ্তি এখন জাতীয় পর্যায়ে চলে গিয়েছে বলে সূত্রের খবর। কিছুদিন আগে গোরু পাচারে মূল অভিযুক্ত এনামুল হককে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডাকে সিবিআই। বয়ানে অসঙ্গতি মেলায় সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। এনামুল এখন তিহার জেলে বন্দী।
প্রসঙ্গত: অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়ার জন্য সম্প্রতি বিচারককে হুমকী চিঠি পাঠানোর পরই ইডি ও সিবিআই আধিকারিকেরা আরও করা অবস্থান নিয়ে মামলাটি দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য তৎপর হয়েছেন। সূত্রের খবর, গোরু পাচারের কাটমানি বীরভূম পুলিশ প্রশাসনের একাংশের কাছে এবং প্রভাবশালীদের কাছে পৌঁছত বলে কেন্দ্রীয় তদন্তকারীদের তদন্তে উঠে এসেছে। তাই পশ্চিমবঙ্গে নিরপেক্ষ বিচার প্রক্রিয়া চালানো অসম্ভব বলেই তাদের ধারণা। তাই সঙ্গত: কারণেই মামলাটি দ্রুত দিল্লিতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই ও ইডি — এমনটাই খবর কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের। তাই অনেকই মনে করছেন গোরু পাচারে অভিযুক্তদের স্থান কি হতে চলেছে তিহার জেল !