অয়ন বাংলা,নিউজ ডেস্ক:-আজ চলছে দ্বিতীয় দফার ভোট ,এরই মধ্যে রায়গঞ্জ লোকসভার বাম প্রার্থী মহম্মদ সেলিমের ওপর হামলার ঘটনা ঘটলো ইসলামপুরের পাটাগড়ায়।এদিন বুথ দখলের অভিযোগ পেয়ে কর্মী সমর্থকদের নিয়ে সেলিম ঘটনাস্থলে পৌঁছলে দুস্কৃতিরা পালানোর চেষ্টা করে।এসময়ই তারা সাংসদের গাড়িতে হামলা চালিয়ে গাড়ির কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ।রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর কোন জওয়ান এলাকায় ছিলেন না বলে জানিয়েছেন মহম্মদ সেলিম। এই নিয়ে গোটা রাজ্যে নিন্দার ঝড় বয়ে যায়।
বিকেলে এই ঘটনারই প্রতিবাদে রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব কলকাতায় সিইও অফিসের সামনে ধর্নায় বসে।
কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে সূর্যকান্ত মিশ্র,রবীন দেব সহ বামফ্রন্টের নেতাকর্মীরা বিকেল পাঁচটা থেকে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন,সন্ধ্যে নাগাদ স্মারক লিপি জমা দেবেন রাজ্য বামফ্রন্ট ।
আজ গোটা রাজ্যে বিক্ষিপ্ত ঘটনা ঘটে ভোট দেওয়া কেন্দ্র করে।