অপহরণ করে যুবক খুন বহরমপুরে
তুষার কান্তি খাঁ,বহরমপুর, ৩০শে সেপ্টেম্বর :মমতা ব্যানার্জির জমানায় সারা বাংলা আজ দুষ্কৃতীদের মুক্তমঞ্চে পরিণত হয়েছে ।খুন, ধর্ষণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে।এবার খুনের ঘটনা ঘটলো বহরমপুরে। বহরমপুরের যুবক বাপ্পা মন্ডল কে অপহরণ করে খুন করল দুষ্কৃতীরা।২৮শে সেপ্টেম্বর বুধবার অপহরণ করা হয় বাপ্পা মন্ডল কে। পর দিন বৃহস্পতিবার উদ্ধার হয় যুবকের ক্ষত-বিক্ষত দেহ। ঘটনা জেনেও কিছুই করতে পারেনি পুলিশ।বাপ্পার পরিবারের পাশে দাঁড়িয়েছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন।ঘটনার খবর পেয়ে তাদের বাড়িতে যাই ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা,জেলা সম্পাদক সন্দীপন দাস সহ আরো অনেকে।নেতৃবৃন্দ অপরাধীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে।