সাগর থেকে পাহাড় যাত্রা এবার মুশিদাবাদের রেজিনগর থেকে অধীর চৌধুরীর নেতৃত্বে
নিজস্ব সংবাদদাতা,বহরমপুর:- আজ মুর্শিদাবাদ থেকে ভারত জড়ো যাত্রা রেজিনগর থেকে শুরু করা হলো। গতকাল পলাশী প্রান্তরে নদিয়া এই যাত্রার দায়িত্ব অর্পণ করেছে মুর্শিদাবাদের উপর সেই দায়িত্ব গ্রহণ করার পর মুর্শিদাবাদ থেকে ভারত জড়ো যাত্রার মুর্শিদাবাদের অংশ শুরু করা হলো।
এই যাত্রায় উপস্থিত আছেন বহরমপুরের সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী সহ অগণিত কংগ্রেস কর্মী। মুর্শিদাবাদ থেকে এই যাত্রা শুরু হওয়ার পর জেলার ফারাক্কাতে গিয়ে মালদা জেলার হাতে এই যাত্রার দায়িত্ব অর্পণ করা হবে বলে জানান শ্রী অধীর রঞ্জন চৌধুরী। ভারত জড়ো যাত্রা যখন মুর্শিদাবাদের রেজিনগর থেকে শুরু হয় তখন রাস্তার দু’পাশে মানুষ এই ভারত জড়ো যাত্রা কে সমর্থন করার জন্য রাস্তার দুপাশে দাঁড়িয়ে জয়ধরী করছে। এ বিষয়ে অধীর চৌধুরী বলেন যে দেখুন মানুষ এর উচ্ছ্বাস আমাদের অভিভূত করেছে। সর্বত্র মানুষের সমর্থন ,দোয়া আমরা পেয়ে চলেছি, তাই ভারত জড়ো যাত্রা রাহুল গান্ধী যে উদ্দেশ্য নিয়ে ঘোষণা করেছিলেন সেই উদ্দেশ্য সফল বলে মনে করেন অধীর। তিনি বলেন রাহুল গান্ধীর এই ভারত জড়ো যাত্রা সর্বত্র মানুষের মধ্যে একটা প্রভাব ফেলেছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন। তারা আশীর্বাদ করছে দোয়া করছে খুব স্বাভাবিকভাবে আমরা অভিভূত বলে জানান অধীর রঞ্জন চৌধুরী। তিনি আরো বলেন বহরমপুরের সাংসদ আমি, আমাকে সবাই রাস্তায় ধরছে, রাস্তা ঠিক করে দেয়ার জন্য ,আবাস যোজনা ঘরের জন্য। এর উত্তরে তিনি বলেন আমি অসহায়, আমার হাতে কোন ক্ষমতা নাই, কিন্তু মানুষের কথা যে জায়গায় বলার অবশ্যই বলব, তিনি আরো বলেন যেখানে সারা পশ্চিমবঙ্গে গরীব মানুষের কথা ভাবা হয় না, গরিব মানুষের পাওনাকে লুট করা হয়। গরিব মানুষের ঘর, গরীব মানুষের ১০০ দিনের কাজ, চাকরি সর্বোচ্চ বাংলায় লুট করা হচ্ছে এই লুটের বাংলায় সাধারণ মানুষ আজ বড় অসহায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। একদিকে লুট, চুরি, রাহাজানি বাংলা জুড়ে যা খুশি তাই চলছে। যার ফলে সাধারণ মানুষের না আছে রুজি, না আছে রোজগার ,না আছে ঘর, না আছে রাস্তা তাদের যা সুযোগ সুবিধা দরকার তারা আজ কিছুই পাচ্ছে না। এই বঞ্চনার ইতিহাসের কাহিনী মানুষ আমাদের ধরে ধরে শোনাতে চাইছে। আমরা আমাদের অসহায়তার কথা বলছি।। আমাদের অক্ষমতার কথা বলছি। অধীর রঞ্জন চৌধুরী বলেন যখন জেলা পরিষদ, পঞ্চায়েত, পৌরসভা আমাদের ছিল, তখন আমরা মানুষের জন্য কাজ করেছি, মানুষ আমাদের কাজের সেই কথা মনে রেখেছে বলে আজ এই ভারত জড়ো যাত্রা যেখান দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ রাস্তায় দু’ ধারে দাঁড়িয়ে এই যাত্রার সাফল্য কামনা করছেন বললেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।