আসন্ন সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী জেলার বিশিষ্ট ব্যবসায়ী বাইরন বিশ্বাস।
নিউজ ডেস্ক :- জমজমাট খেলা এবার সাগরদিঘী উপনির্বাচনে । এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সাগরদিঘির ভূমিপুত্র দেবাশিস ব্যানার্জিকে। শুক্রবার বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের তরফে প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী ঘোষণা করেন আসন্ন সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন বাইরন বিশ্বাস। প্রসঙ্গত গত ২৯ ডিসেম্বর সাগরদিঘির তিনবারের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে খালি হয় ওই আসনটি। আগামী ২৭ ফেব্রুয়ারী সাগরদিঘি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ২ মার্চ ওই কেন্দ্রের ভোট গণনা। মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে বিশ্বাস পরিবার একসময় কংগ্রেস সমর্থক হিসেবেই পরিচিত ছিল। বাইরন বিশ্বাসের বাবা বাবর আলি বিশ্বাস একসময় জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ প্রণব মুখার্জির অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে জেলার রাজনীতিতে পরিচিত ছিলেন। যদিও পরবর্তীকালে বিশ্বাস পরিবারকে তেমনভাবে আর রাজনীতির আঙিনায় দেখা যায়নি। বাবর আলি বিশ্বাসের বড় ছেলে বাইরন বিশ্বাসকে কংগ্রেস আসন্ন উপনির্বাচনে তাদের দলের প্রার্থী করল। জেলার অন্যতম বড় একটি বিড়ি কোম্পানির ডিরেক্টর হওয়ার পাশাপাশি বাইরন বিশ্বাসের চা, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসা রয়েছে। একাধিক সমাজসেবামূলক কাজের সঙ্গেও তিনি জড়িত। জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী কংগ্রেস প্রার্থী। বাইরন বিশ্বাস বলেন, ‘ভারত জোড়ো যাত্রায় মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। রাজ্যের তথা সাগরদিঘির মানুষ তৃণমূলের অপশাসনে অতিষ্ঠ হয়ে পড়েছে। তৃণমূল নেতাদের কাটমানি নেওয়া এবং বেকার যুবক যুবতীদের চাকরি না পাওয়া ছাড়াও একাধিক ইস্যু নিয়ে নির্বাচনী প্রচারে ঝাঁপাব।’
এখন দেখার মুর্শিদাবাদের মাটিতে আবার কংগ্রেসে কি ঘুরে দাঁড়াবে সেটাই দেখার ।