রঘুনাথগঞ্জে পদ্মা নদীতে ডুবে মৃত্যু দুজন শিশুর
নিজস্ব সংবাদদাতা,জঙ্গিপুর:- পরিবার সূত্রে জানা যায় পাঁচ থেকে ছয় জন শিশু রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের ষষ্ঠীতলা ঘাটে পদ্মা নদীতে স্নান করতে আসে। স্নান করার সময় হঠাৎই দুই জন শিশু পদ্মা নদীতে তলিয়ে যায়। তাদের একজনের নাম ফারিখ মুন্সি বয়স আনুমানিক ১০ বছর এবং অপর আরেকজনের নাম রাহেদুল শেখ বয়স আনুমানিক ১১ বছর। তাদের উভয়েরই বাড়ি জঙ্গিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বলে জানা গেছে । খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন জঙ্গিপুর আউটপোস্টের পুলিশ আধিকারিক এবং তারপরে ডুবুরি টিম নামিয়ে তাদেরকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জঙ্গিপুর মহাকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।ঘটনাই এলাকায় চঞ্চলের সৃষ্টি হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। কান্নাই ভেঙে পড়েছেন পরিবারের লোক।