বিকেলে প্রবল ঝড়বৃষ্টি,হঠাৎই চায়ের দোকানে বজ্রপাত ,আহত তিন
সাবের আলী,বড়ঞা :- মুর্শিদাবাদ জেলা জুড়ে , মঙ্গলবার দুপুরের পর থেকেই শুরু হয় ঝড় বৃষ্টি বজ্রপাত ।
আজকে বিকেল চারটের সময় কুলি এলাকায় বজ্রপাতে আহত হয়েছেন তিন ব্যক্তি,এদের সকলকে কান্দী মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত রামরামপুর গ্রামে এই বজ্রপাতের ঘটনাটি ঘটে ।
প্রতিদিনের মতো চায়ের দোকানে চা খেতে যাই , সেই সময়ে বজ্রপাত হয় আহত হন তিনজন ,এদের নাম কিরন শেখ,বয়স 26,কামাল শেখ 55, মুস্তাকিম শেখ 62 এরা সবাই রামরামপুর গ্রামেরই বাসিন্দা,মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল ,সেই সময়েই হঠাৎ বজ্রপাত হয় ,আর বজ্রপাতের আঘাতে তিনজন আহত হন, গ্রামবাসীরা উদ্ধার করে কান্দি মহাকুমা হসপিটালে পাঠায় ।কিরণ শেখের অবস্থা আশঙ্ক জনক বলে জানা গেছে।