নজরুল জয়ন্তী উপলক্ষে সম্মাননা প্রদান করা হবে কবি ফারুক আহমেদকে

Spread the love

নজরুল জয়ন্তী উপলক্ষে সম্মাননা প্রদান করা হবে কবি ফারুক আহমেদকে

 

নিজস্ব সংবাদদাতা  :- নজরুল  চর্চা কেন্দ্র বারাসাতের পক্ষ থেকে আগামী ৩০ মে ২০২৩ মঙ্গলবার বিকেল ৩.০০ টের সময়ে মৌলালী যুব কেন্দ্রের বিবেকানন্দ হলে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও নজরুল জয়ন্তী উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে।
নজরুল চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ কামাল উদ্দীন জানিয়েছেন,
এবছর নজরুল জয়ন্তী উপলক্ষে সম্মাননা প্রদান করা হবে কবি-গবেষক ও উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ সহ বেশ কয়েকজনকে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলবে সম্মাননা প্রদান অনুষ্ঠান। ৬ ষ্ঠ বার্ষিক আন্তর্জাতিক নজরুল উৎসব ২০২৩ আয়োজিত অনুষ্ঠানের আকর্ষণ নজরুল জয়ন্তী, গুণীজন সম্বর্ধনা, পুরস্কার প্রদান, পুস্তক ও স্মারণিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে ভরে উঠবে।

সাতজনকে সম্মাননা প্রদান করা হবে এদিন।
১.গবেষণা: ড. দেবশ্রী ঘোষ বিশ্বাস, সহযোগী অধ্যাপক, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন।

২.প্রতিবেশী দেশ: লায়ন ছিদ্দিকুর রহমান, ঢাকা, বাংলাদেশ।

৩.সাহিত্য সংগঠক: ড. সাইফুল্লা, অধ্যাপক, আলিয়া বিশ্ববিদ্যালয়, সম্পাদক: আলিয়া সংস্কৃতি সংসদ।

৪.তরুণ প্রতিভা: ফারুক আহমেদ, লেখক-গবেষক ও সম্পাদক উদার আকাশ।

৫.নজরুল চর্চা কেন্দ্রের প্রচারে উল্লেখযোগ্য ভূমিকা:
আয়ুব আলি, সাংবাদিক।

৬.নজরুল চর্চায় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণে তৎপর সংস্থা:
মহঃ ইনাস উদ্দিন, সম্পাদক, সুজন বাসর, গ্ৰেস কটেজ, কৃষ্ণনগর, নদিয়া।

৭.সদানন্দ বিশ্বাস, নজরুলগীতির হিন্দি অনুবাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.