কুস্তিগীররা তাঁদের পদক গঙ্গায় বিসর্জন দেওয়ার উদ্দেশ্যে হরিদ্বারে গিয়েছিলেন কিন্তু সরকার সময় চাওয়ার বিরত থাকলেন,তীব্র প্রতিক্রিয়া সংযুক্ত কিষাণ মোর্চার
ওয়েব ডেস্ক:- গতকাল কুস্তিগীররা তাঁদের পদক গঙ্গায় বিসর্জন দেওয়ার উদ্দেশ্যে হরিদ্বারে গিয়েছিলেন কিন্তু আলাপ আলোচনার পর ঠিক হয় আরও পাঁচ দিন সরকারের পদক্ষেপের অপেক্ষা করা হবে। এই ঘটনার ওপর নজর রেখে এসকেএম বর্ধিত সমন্বয় কমিটি আজ একটি জরুরি বৈঠক করে। বৈঠকে মোর্চা যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদকারী কুস্তিগীরদের প্রতি সরকারের উদাসীনতা ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে রক্ষা করার প্রচেষ্টাকে কটাক্ষ করেছে এবং সেই মর্মে আগামী ১ জুন ও ৫ জুন দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে। প্রতিবাদী কুস্তিগীরদের সমর্থনে মোর্চা আরও নানাবিধ পদক্ষেপ নিয়ে আলোচনা করে এই বৈঠকে।
মোর্চা ঘোষণা করেছে যে, ১ ও ৫ জুন প্রতিবাদ কর্মসূচিগুলি পরিকল্পনা অনুযায়ী হবে এবং সমস্ত সংগঠনকে আহ্বান জানানো হয়েছে সেগুলোর বাস্তবায়ন সুনিশ্চিত করতে।
আগামীকাল জেলা-শাসক /উপ জেলা-শাসক -এর মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি পেশ করে বলা হবে যে, সরকার অবিলম্বে যন্তর মন্তরে কুস্তিগীরদের প্রতিবাদ আন্দোলন জারি রাখার অনুমতি দিক ও সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেপ্তার করুক।
অভীক সাহা, এ জে সিং এবং সুরেশ কোথের সমন্বয়ে এসকেএম-এর একটি প্রতিনিধি দল কুস্তিগীরদের সঙ্গে দেখা করবে এবং পারস্পরিক সমন্বিত কর্ম পরিকল্পনা সহ পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবে। নয়া দিল্লিতে কুস্তিগীরদের সংগ্রাম পুনরায় শুরু করার সম্ভাবনাও দিল্লি পুলিশের সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। এসকেএম-এর প্রতিনিধিরা নয়া দিল্লিতে শ্রমিক, মহিলা, যুব, ছাত্র এবং অন্যান্য সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ৮ জুন ২০২৩ তারিখে একটি সভা আয়োজন করার বিষয়েও কুস্তিগীরদের সঙ্গে আলোচনা করবে।
এসকেএম ৭ জুন ২০২৩ তারিখে নয়া দিল্লিতে নিজস্ব সাংগঠনিক বৈঠকের ডাক দিয়েছে। অন্যান্য সংগঠনের সঙ্গে একত্রিত হয়ে মোর্চা কুস্তিগীরদের আন্দোলনের প্রতি সক্রিয় সমর্থনে এগিয়ে নিয়ে যাবে।