সাহিত্যিক ও সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় স্মরণে বহরমপুরে অনুষ্ঠিত হল সাহিত্য অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা :- সাহিত্যিক ও সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় স্মরণে বহরমপুরে অনুষ্ঠিত সাহিত্য অনুষ্ঠান।
আজ 29 মে 2023 (১৪জ্যৈষ্ঠ১৪৩০ বঙ্গাব্দ) সোমবার সাহিত্যিক ও সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়
স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বহরমপুর, মুর্শিদাবাদ সাংবাদিক সংঘের কক্ষে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ক্ষেত্র গবেষক স্বপন কুমার দাস। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন নাট্যকর্মী ও বাচিক শিল্পী অশোক কুমার
ঘোষ, কবি ও গীটারিস্ট সৌমেন্দু লাহিড়ী, কবি ও সংগীত শিল্পী দেবাশিস্ বন্দ্যোপাধ্যায় ।সভাপতিত্ব করেন সাহিত্যিক ও প্রাক্তন তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক অরবিন্দ সরকার। বিশিষ্ট সাহিত্য সংগঠন এবং কলকাতা লোকসংস্কৃতি পরিষদের প্রাণপুরুষ বিধান ঘোষ , নবচঞ্চল বিশ্বাসদের নেতৃত্বে এই অনুষ্ঠান রাজ্যের বিভিন্ন স্থানে কৃতি লেখক ও সাংবাদিকদের শ্রদ্ধাঞ্জলি অর্পনে হয়ে চলেছে। এদিনের অনুষ্ঠানে মুর্শিদাবাদ লোকসংস্কৃতি পরিষদের সভাপতি আচার্য দেবব্রত দত্ত এদিন উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। ক্ষেত্র গবেষক স্বপন কুমার দাস এদিন সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সাহিত্যিক অরবিন্দ সরকার রামানন্দ চট্টোপাধ্যায়ের অজানা দিক তুলে ধরেন। বাচিক শিল্পী পাপড়ি দাস নজরুলের কবিতা আবৃত্তি করে প্রশংসা কুড়িয়ে নেন। শিশু সাহিত্যিক আব্দুর রউফ শিশুদের কবিতা কাজী নজরুল ইসলামের লিচু চোর কবিতাটি আবৃত্তি করেছেন। নাসরিন জাহান সিদ্দিকী কবিতা পাঠ করেন।
এদিনের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল সুজিত কুমার রায়ের গ্রন্থ প্রকাশ। তাঁর লেখা “রবীন্দ্র সমকালীন যুক্তবঙ্গের মহিলা কবি” গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল। শিল্পী জয় কুমার ধারার সংগীত সকলের মন কেড়ে নেয়। কবি শংকর দাস, কবি শ্রীমন্ত সরকার, কবি তরুণ দাস, কবি শুভ্র মুখোপাধ্যায়, প্রাবন্ধিক শৈলেন্দ্রনাথ মুখার্জি, কবি সাক্ষী গোপাল দেব সহ অনেক কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। এই দিনের অনুষ্ঠানে প্রদীপ কুমার দে, তরুণ দাস, ডাঃ তাপসী ভট্টাচার্য, সংগীত শিল্পী হেমন্ত ঘোষ সহ অনেকগুণী শিল্পী সাহিত্যিক লেখক তাদের লেখক ও শিল্পী সত্তা তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে কবি শংকর দাস, কবি শ্রীমন্ত সরকার, কবি শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়, কবি শুভ্র মুখার্জি সহ অন্যদের মানপত্র ও রামানন্দ চট্টোপাধ্যায় পদক দিয়ে সম্মান জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন করেন ও সঞ্চালনা করেন সাহিত্যিক ও সাংবাদিক বিধান ঘোষ।