মুর্শিদাবাদ জেলার সুতির বংশবাটী জিপিতে ঘটে গিয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা
তরিকুল ইসলাম,জঙ্গিপুর:- মুর্শিদাবাদ জেলার সুতির বংশবাটী জিপিতে ঘটে গিয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গিয়েছে তাদের বাড়িঘর সেই সঙ্গে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক হাজার টাকা। ঘরবাড়িতে থাকা যাবতীয় আসবাবপত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথিপত্র সমস্ত কিছু আগুনের গ্রাসে চলে গিয়েছে বলে জানা যায়। তারপরেই মাথায় হাত পড়েছিল বিধু কর্মকার যমুনা কর্মকারের। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত সর্বহারা দের পাশে দাঁড়াল প্রশাসন। আজ রবিবার ওই ক্ষতিগ্রস্তদের বাড়িতে পৌঁছে যান সুতি ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক FEO রুপম ঠাকুর, মারুফ হোসেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রঞ্জিত মন্ডল সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিশুদের ড্রেস, বড়দের লুঙ্গি ও শাড়ী বিতরণ করা হয়েছে বলে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে। এছাড়াও ত্রিপল ও কম্বল বিতরণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের ত্রিপল শুকনো খাবার তুলে দেওয়া হয় তাদের হাতে। জানা গিয়েছে ক্ষতিগ্রস্তরা মূলত দিন আনা দিন খাওয়া কৃষক পরিবারের মানুষ। গরু বিক্রি করার নগদ 24 হাজার টাকা বাড়িতে রেখেছিলেন মজুদ করে সেটা আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়। কিন্তু কিভাবে ঘটল এই অগ্নিকাণ্ড জানা গিয়েছে রান্না করার সময় অসাবধানতাবশত আগুন লেগে যায় তারপর প্রচন্ড হাওয়ায় সেই আগুন ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে সব রকম ভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। বিডিও সাহেব জানান যে বাড়ি পিছু 20 হাজার টাকা দেওয়া হবে। সেই সঙ্গে রান্না করবার সময় বিশেষ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন বিডিও সাহেব।