খড়গ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু কংগ্রেস কর্মীর
নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা ,খড়গ্রাম:- পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরের দিনই খুন মুর্শিদাবাদে।
যাওয়া যাচ্ছে কংগ্রেস কর্মী খুন হয়েছে ,খরগ্রাম থানার রতনপুর গ্রামে –
মুর্শিদাবাদে শুরু খুনের রাজনীতি,খড়গ্রামের রতনপুরে কংগ্রেস কর্মী খুন ,এলাকায় উত্তেজনা ।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমার প্রথম দিনেই খুন এক কংগ্রেস কর্মী। শুক্রবার এই ঘটনা মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার রতনপুর নলদীপ গ্রামে । পুলিশ জানিয়েছে মৃতের নাম ফুলচাঁদ সেখ।
জানা গিয়েছে, ফুলচাঁদ সেখ এলাকার কংগ্রেস কর্মী, দশ দিন আগে বাড়ি এসেছে। কেরালাতে পরিযায়ী শ্রমিকের কর্মরত । শুক্রবার সন্ধ্যায় তাস খেলার সময় ফুলচাঁদ সেখের ওপর অতর্কিত হামলা চালায় এবং গুলি করে। ঘটনার জেরে আহত বেশ কয়েকজন । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী।
২০১৮ পঞ্চায়েত নির্বাচনের পর ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে হিংসার ছবি স্পষ্ট
মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার নলদ্বীপ রতনপুর এলাকায় কংগ্রেস কর্মী ফুল চাঁদ শেখকে এলোপাথাড়ি গুলি করে খুন করে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনের দিন গতকালই ঘোষণা করেছে রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের প্রথম দিনেই গুলিবিদ্ধ হয়ে খুন কংগ্রেসকর্মীর খনের ঘটনার সামনে আসার পর সম্ভবতই নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। অভিযোগ এদিন বিকেলে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল ফুল চাঁদ শেখ তখনই তৃণমূল কংগ্রেসের কিছু আশ্রিত দুষ্কৃতীরা আসে এবং প্রথমে লাঠিসোটা বাঁশ দিয়ে তাদের মারধর শুরু করে পরে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি করে খুন করে ফুল চান্দ শেখ কে, ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন কংগ্রেস কর্মী। ঘটনার খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ নলদ্বীপ রতনপুর এলাকায় পৌঁছে এবং সেখান থেকে মৃত ওই ব্যক্তির দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য এবং আহত দের উদ্ধার করে চিকিৎসার জন্য খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি সামগ্রিক ঘটনা তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ এবং খতিয়ে দেখছে এই খুনের কারণ। ঘটনার পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যদিও এই ঘটনা সামনে আসার পর বারংবার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পর কান্নার রোল পরিবার জুড়ে এবং শোকের ছায়া গোটা গ্রাম জুড়ে। বর্তমানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে গোটা গ্রামে এবং চাপা উত্তেজনা এলাকায়।