রক্তদান উৎসব বেহালার ১৩২ নম্বর ওয়ার্ডে
পরিমল কর্মকার (কলকাতা) : ১৮ জুন (রবিবার) এক রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়ে গেল বেহালায় ১৩২ নম্বর ওয়ার্ডে। এই উৎসব আয়োজিত হলো সাগর মান্না রোডে প্রদীপ সংঘ ক্লাব প্রাঙ্গণে। প্রদীপ সংঘের ক্লাব সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় এদিন তাদের কর্মসূচি সাফল্যের সঙ্গে পালিত হয়। জানা গিয়েছে, মোট ৭০ জন মানুষ রক্তদান করেছেন। এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল লায়ন্স ক্লাব অফ বড়িশা-বেহালা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র এবং বিশিষ্ঠ তৃনমূল নেতা অঞ্জন দাস প্রমুখ।
সঞ্চিতা মিত্র এদিন বলেন, ক্লাবগুলি যেভাবে রক্তদান কর্মসূচীর উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। রক্তদান এক “মহৎ দান”। তাই প্রতিটি ক্লাবকে এগিয়ে এসে পাড়ায় পাড়ায় এই মহৎ কাজের জন্য উদ্যোগ নিতে হবে। প্রচণ্ড দাবদাহের মধ্যেও প্রদীপ সংঘের এই উদ্যোগকে স্বাগত জানান তিনি।
বিশিষ্ঠ তৃণমূল নেতা অঞ্জন দাস বলেন, ব্লাড ব্যাংকগুলি যেভাবে রক্তের অভাবে ভুগছে, সেখানে এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। প্রদীপ সংঘের এই আয়োজনকে মহান উদ্যোগ বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।