বোলপুরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উদযাপন  ‘পূর্বভারত বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ’ এর

Spread the love

বোলপুরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উদযাপন  ‘পূর্বভারত বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ’ এর

 

নিজস্ব সংবাদদাতা, বোলপুর,২৬-০৬-২৩:
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উদযাপন উপলক্ষে ‘পূর্বভারত বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাঙামাটির দেশ – বাউলের দেশ বোলপুরের টাউন লাইব্রেরী হলে অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন।

এই সম্মেলন উপলক্ষে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে এবং উত্তরবঙ্গের মালদা, বালুরঘাট, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কবি লেখক এবং শিল্পীরা আগের দিন থেকেই শান্তিনিকেতনে চলে আসেন। এ যেন এক মহামিলন ক্ষেত্র। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মদিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে যেন গঙ্গা যমুনার সঙ্গমস্থল, এক সাহিত্য মহাতীর্থ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সাধন হালদার। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেত্র গবেষক ও নির্ভীক কন্ঠে সম্পাদক স্বপন কুমার দাস। অসাধারণ স্বরচিত কবিতা পাঠ, আবৃতি, রবীন্দ্র সংগীত, বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ইত্যাদি বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব ছিলেন সাহিত্য সংগঠক সকলের প্রিয় বিধান ঘোষ। শতাধিক কবি লেখক ও শিল্পীরা, আজকের এই সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.