১০ বছর পর বামফ্রন্ট প্রার্থীরা প্রচারে ঝড় তুললেন জীবন্তির লাল ব্রিগেড
রঙ্গিলা খাতুন ,জিবন্তী:- পঞ্চায়েত নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুললেন বামফ্রন্টের প্রার্থীরা, গ্রামে গ্রামে অভিনব প্রচার সারলেন ছাত্র যুব এবং প্রমিলা বাহিনী। অনেক দিন পর গ্রামের ভিতরে সিপিএমের লাল ব্রিগ্রেড বাহিনীর প্রচারে মনের কথা খুলে বললেন গ্রামের মানুষ।
কান্দি থানার অন্তর্গত মহলন্দী ২ অঞ্চলের ৭ নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী প্রার্থনা মন্ডল এবং জেলা পরিষদের সিপি আই প্রার্থী জোৎস্না মন্ডল সহ গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে জিয়াদারা, উগরো ভাটপাড়া, পলশী গ্রামে প্রচারে ঝড় তুলনেন ছাত্র যুব মহিলা সহ বাম ফ্রন্টের কর্মী , সমর্থক ও নেতত্বরা ।
গ্রামে পানীয় জলের সমস্যা থেকে, বেহাল রাস্তা ঘাটের সমস্যা সর্বপরী লঙ্কা আদা থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া এ বিষয়ে পাড়ার মোড়ে বক্তব্য রাখেন মহলন্দী ২ অঞ্চলের সিপিএম নেতা সফিউর রহমান টনিক । তিনি বলেন লক্ষী ভান্ডার নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে , তৃণমূল হারবে জেনেই ভুল বোঝাচ্ছে। আপনারা একটা কথা মাথায় রাখবেন” মাসে ৫০০ টাকা দেওয়ার নামে প্রতিদিন বাজারে ৫০০ টাকা লুট করে সবার পকেট ফাঁকা করছে।
শিক্ষার, চাকরী শিল্পের জন্য বামফ্রন্ট মননীত প্রার্থীদের ভোটের আবেদন জানান কমরেড সফিউর রহমান টনিক।