মায়াবতী পর সিধুর বিতর্কিত মন্তব্য বিপাকে কংগ্রেস

Spread the love

নিউজ ডেস্ক,অয়ন বাংলা:- উত্তরপ্রদেশের দেওবন্দে একবার এক মন্তব্য করে বির্তকে পড়েন মায়াবতী। বিএসপি নেত্রী মুসলিমদের একত্রিত হতে বলেন বিজেপির বিরুদ্ধে। তারপরও কম বিতর্ক হয়নি। ফের সিধুর মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। উল্লেখ্য, সিধু কংগ্রেসের তারকা প্রচারকদের মধ্যে অন্যতম। তাঁর বিতর্কিত মন্তব্যে কংগ্রেসও বিপাকে। বিহারের বলরামপুরে এক সভায় বিতর্কিত মন্তব্য করেন সিধু। তাঁর কথায়, এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। শতকরা ৬২ শতাংশ মুসলিম ভোটার। তাহলে ভাবনা কেন। আপনারা সবাই এক হলেই বিজেপির হার কে আটকায়। বিশ্বের কোনও শক্তিও বিজেপিকে জেতাতে পারবে না। তাই আপনারা এক হন, বিজেপিকে বিদায় দিন।বিহারের বলরামপুরে একটি জনসভায় সিধু বলেন, সমস্ত মুসলিম একজোট হোন। বিজেপিকে একটি ভোটও নয়,ভোট দিন কংগ্রেসকে। তাহলেই বিজেপির বিদায় ঘণ্টা বেজে যাবে। মুসলিমরা একজোট হয়ে কংগ্রেসকে জেতাতে ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করতে মুসলিমদের আহ্বান করলেন সিধু। এবার তিনি বলে বসলেন, মুসলিমরা একজোট হলেই বিজেপি পগার পার হয়ে যাবে। মুসলিমরা কংগ্রেসে ভোট দিলে বিশ্বের কোনও শক্তি তাদের হারাতে পারবে না, ভোট প্রচারে গিয়ে এমনই বার্তা দিলেন নভজ্যোৎ সিং সিধু। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।এর মধ্য চলছে বিভিন্ন দলের বির্তকিত মন্তব্য। এখন গোটা দেশে বিতর্কিত মন্তব্যের জোয়ার বইছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.