বহরমপুরে পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চের উদ্যেগে সেমিনার ও সাংবাদিকদের দু দিনের কর্মশালা
নিজস্ব সংবাদদাতা,বহরমপুর – পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চের উদ্যেগে সেমিনার ও সাংবাদিকদের দু দিনের কর্মশালার প্রথম দিনে ‘সম্প্রীতির সংকট: অতীত ও বর্তমান’। দেশের এই জ্বলন্ত বিষয় নিয়ে রবিবার, ৩০ জুলাই বহরমপুরে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ একটি আলোচনাসভা। আদিবাসী, মুসলমান ও হিন্দুু সম্প্রদায়ের সম্মিলিত ওই আলাচনাসভায় সমস্যার শিকড় ধরে নাড়া দিয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্টজনরা। বহরমপুরের ঐতিহাসিক গ্রান্টহলের ভিড়ে ঠাসা ওই সভায় দুপুর ১২টা থেকে বিকাল সোয়া ৪টে পর্যন্ত সোয়া ৫ ঘণ্টায় সমস্যার শিকড়ে পৌঁছান বন্দিমুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস, মানবাধিকার আন্দোলনে নিয়োজিতপ্রাণ বর্ণালি মুখার্জি ও দীপক সাহা। হৃদয় ও মগজ নাড়িয়ে দেওয়া তাঁদের হৃদয় উৎসারিত সেই বক্তব্য।
বিরানব্বুই বছর বয়সি ‘তরুণতুৃর্কি’ (অবসরপ্রাপ্ত) অধ্যাপক সনৎ করের সুযোগ্য সভাপতিত্বের ওই অনুষ্ঠানে আর এক অধ্যক্ষ নলহাটির নুরুল ইসলাম সংখ্যালঘুর বিপন্নতার বিষয়ে যথাযথ অঙ্গুলি নির্দেশ করেন। দুই গুণী সঞ্চালক হাসিবুর রহমান ও শামসুল হালসানা নিয়ন্ত্রিত ওই অনুষ্ঠানের মুখবন্ধ সুন্দর ভাবে ব্যক্ত করেন আয়োজক সংস্থা ‘পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চ’ এর সভাপতি মীর হাসনাৎ আলি। তাঁকে যোগ্য সঙ্গত দেন এম আর ফিজা ও আনিসুর রহমান। ওই মহতি অনুষ্ঠানের সুরের সঙ্গে সুর মিলিয়ে বহরমপুরের বিশিষ্ট চিকিৎসক আবুল কালাম আজাদ ও আদিবাসী সম্প্রদায়ের সমাজকর্মী কৃষ্ণা কিস্কু নিজেদের জীবনের অভিজ্ঞতা শ্রোতাদের সঙ্গে শেয়ার করেন। দু দিনের ওই অনুষ্ঠানের সমাপ্তিদিন ৩১ জুলাই সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৪টে পর্যন্ত সাংবাদিকদের প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হল । জেলা এবং জেলার বাইরে থেকে ৬৫ জন সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহন করেন ।প্রিন্ট মিডিয়া ,ডিজিট্যাল মিডিয়া সহ সাংবাদিকদের বিভিন্ন বিষয়,কপি লিখা সহ সংবাদ তৈরী করার বিভিন্ন নিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বর্ষীয়ান সাংবাদিক অনল আবেদিন ও গৌরব বিশ্বাস মহাশয় । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আনিসুর রহমান ও ডাঃ মীর হাসনাৎ আলী।