ওয়েব ডেস্ক,অয়ন বাংলা:- নিত্য নতুন উপায়ে সংখ্যালঘুদের উপর হেনস্থা করা হচ্ছে বলে ক্ষোভে ফেটে পড়েন আসাদুদ্দিন ওয়াইসি৷ ক্ষোভের সঙ্গে হায়দরাবাদের সাংসদ জানান, মুসলিমরা গরু বাছুর নন৷ তারাও মানুষ৷
তিহার জেলে এক সংখ্যালঘু বন্দির গায়ে ওম চিহ্ন খোদাই করে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে৷ সেই নিয়ে সোচ্চার হয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি৷ ট্যুইটে তিনি লেখেন, প্রতিদিন নতুন নতুন উপায়ে সংখ্যালঘুদের হেনস্থা ও অপমানিত করা হচ্ছে৷ এই রকম আচরণ নির্মম এবং অমানুষিক৷ মুসলিমরা গরু বাছুর নয়৷ তারাও মানুষ৷ (এখন এটা যেন না বলা হয় নাবিরের গায়ে ওই বিশেষ চিহ্ন খোদাই করার পিছনে অন্য কারণ আছে)৷সংখ্যালঘুদের উপর নিত্য নতুন উপায়ে হেনস্থা করা হচ্ছে বলে ক্ষোভে ফেটে পড়েন আসাদুদ্দিন ওয়াইসি৷ ক্ষোভের সঙ্গে হায়দরাবাদের সাংসদ জানান, মুসলিমরা গরু বাছুর নন৷ তারাও মানুষ৷
তিহার জেলে এক সংখ্যালঘু বন্দির গায়ে ওম চিহ্ন খোদাই করে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে৷ সেই নিয়ে সোচ্চার হয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি৷ ট্যুইটে তিনি লেখেন, প্রতিদিন নতুন নতুন উপায়ে সংখ্যালঘুদের হেনস্থা ও অপমানিত করা হচ্ছে৷ এই রকম আচরণ নির্মম এবং অমানুষিক৷ মুসলিমরা গরু বাছুর নয়৷ তারাও মানুষ৷ (এখন এটা যেন না বলা হয় নাবিরের গায়ে ওই বিশেষ চিহ্ন খোদাই করার পিছনে অন্য কারণ আছে)৷আজ সত্যিই মানবিকতা,ন্যায়পরায়ণতা।