ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনর বার্ষিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা ,অয়ন বাংলা নিউজ:-
: ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়ে গেল কোন্ননগর পৌরসভার নৃসিংহ দাস বসু মেমোরিয়াল টাউন হলের সভাকক্ষে। উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের কার্যকরী সভাপতি গোঁসাই চন্দ্র দাস । অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সৌমিলি গাঙ্গুলী চক্রবর্তী, রাখি সাহা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক বন্ধুগণ। সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, নৃত্য ,গীতে অনুষ্ঠান মঞ্চ মুখরিত হয়ে ওঠে। সম্মাননা প্রদর্শন করা হয় সাংবাদিকদের।
পোর্টাল সাংবাদিকরা শুধুমাত্র সংবাদ করেনা তার বাইরেও অনেক কিছু করে তা আবারো প্রমাণ করলো ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই সংগঠনটি মূলত রাজ্য সরকারের সোসাইটি অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রেশন পেয়েছে রেজিস্ট্রেশন নাম্বার S0032411of2022-2023 । সংগঠনটি মূলত প্রকাশ সাংবাদিকদের স্বার্থ রক্ষা ও তারা যাতে সুষ্ঠভাবে খবর করতে পারে তার জন্য সর্বাধিক যোগাযোগ রাখা ও সাংবাদিকদের বিপদে-আপদে একে অপরের পাশে থাকার জন্য এই সংগঠন। কিন্তু এই সংগঠন শুধুমাত্র পোর্টাল সাংবাদিকদেরই পাশে থাকে না চূড়ান্ত গরমে পথ চলতি ক্লান্ত মানুষদের জন্য খাদ্য ও ঠান্ডায় পানীয় ব্যবস্থা অথবা ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ এই কথা মনে রেখে তাদেরকে বিশেষ সম্মান সম্বর্ধিত করা ইত্যাদি সমাজ সেবামূলক কাজের মাধ্যমেও সংগঠনটি এগিয়ে চলেছে।
২২ শে আগস্ট ২০২৩ এইরকমই একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মিহির গাঙ্গুলী , বিশিষ্ট সাংবাদিক প্রবীর ঘোষাল ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ ভারতীয় টিমের পাওয়ার লিফটার ও কলকাতা পুলিশের উইনারস ডিপার্টমেন্টের অফিসার শম্পা গুহ সহ উত্তরপাড়া পৌরসভার পৌর প্রধান দিলীপ যাদব, কোন্নগর পৌরসভা পৌরপ্রধান স্বপন কুমার দাস, উপ-প্রধান গৌতম দাস, ডানকুনির চেয়ারম্যান হাসিনা সাবনাম, শ্রীরামপুর পৌরসভার পৌর-প্রধান গিরিধারী সাউ, বিশিষ্ট সাহিত্যিক ডঃ সুবীর মুখার্জী, সহ বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার, বিশিষ্ট অভিনেতা ভিভান ঘোষ সহ, বিশিষ্ট আইনজীবী প্রদীপ্ত কুমার গাঙ্গুলী ,অভিনেতা ইন্দুভূষণ রায় ও অন্যান্য বিশিষ্ট রা। উক্ত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম থেকে দশমের মধ্যে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের ফেস অফ বেঙ্গল সম্মানে সম্মানিত করা হয়। হুগলি জেলার বিশিষ্ট ব্যক্তিদের ফেস অফ বেঙ্গল সম্মানের সম্মানিত করা হয়। নাচ গানের পাশাপাশি অনুষ্ঠানে সাংবাদিকতা নিয়ে তাদের গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য পেশ করেন বিশিষ্ট সাংবাদিক মিহির গাঙ্গুলী ও বিশিষ্ট সাংবাদিক প্রবীর ঘোষাল, যা উপস্থিত পোর্টাল সাংবাদিকদের ভবিষ্যৎ পথকে আরো সমৃদ্ধ করল। উক্ত অনুষ্ঠানে একটি পশুপ্রেমী সংগঠনকে সংবর্ধনা প্রদান করা হয়। পোর্টাল সাংবাদিকদের শুধু বিপদে-আপদে নয় তাদের সম্মান দেওয়ার জন্য যখন সমাজে বিশিষ্ট ঘাটতি দেখা যায় সেখানে এই সংগঠনে পোর্টাল সাংবাদিকদের বিশেষ সম্মানের সংবর্ধিত করেন বিশিষ্ট পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার ও বিবাস্বান ঘোষ(ভিভান )।