অয়ন বাংলা, ডিজিটাল ডেস্ক : গত ১৯ তারিখে মন্তব্যের ফলে ওঠা বিতর্কের ঝড় এখনও থামেনি। এর মধ্যে আবারও দলকে অস্বস্তিতে ফেলে বোমা ফাটালেন ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ওরফে প্রজ্ঞা সিং ঠাকুর। শনিবার তিনি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সগর্বে জানিয়েছেন, ১৯৯২ সালের ছয় ডিসেম্বর, তিনি অন্য নেতা–কর্মীদের সঙ্গে অযোধ্যার বাবরি মসজিদে গিয়ে মসজিদের মিনার ধ্বংস করার কাজে হাত লাগিয়েছিলেন। সাধ্বী প্রজ্ঞা বলেছেন, ‘বাবরি মসজিদ ধ্বংস করার জন্য আক্ষেপ করব কেন। বরং আমরা খুবই গর্বিত এজন্য। বাবরি মসজি ধ্বংস করায় হিন্দুদের আত্মগরিমা এবং দেশের আত্মমর্যাদা বেড়েছে। এবার আমি গিয়ে ওখানে রাম মন্দির নির্মাণ করব। এই দেশে না হলে রাম মন্দির আর কোথায় হবে বলুন তো’।
প্রজ্ঞার এই মন্তব্যের পরই আবারও দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় শুরু হয়েছে। কোনওরকম বিতর্কে না গিয়ে ভোপালের জেলা নির্বাচন অফিসার তক্ষণাৎ প্রজ্ঞাকে তার মন্তব্যের জন্য ২৪ ঘণ্টার মধ্যে জবাবদিহি করতে নির্দেশ দিয়েছে। প্রজ্ঞার এই মন্তব্যের এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া সেভাবে আসেনি বিজেপির দেশের তরফ থেকে।